সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১৩:০৫:৪০
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুল হুদা স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন এবং বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

এ টি এম শামসুল হুদা ২০০৭ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন তাঁর নেতৃত্বেই অনুষ্ঠিত হয়। এর আগে তিনি দীর্ঘ সরকারি চাকরি জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তাঁর পেশাগত জীবন শুরু হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন এবং পরে পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাগেরহাটে মহকুমা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসরে যান।

প্রশাসনিক দক্ষতা ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য তাঁর নামটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ