পুলিশ বাহিনীর সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা তিন সংগঠনের

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ২১:৩২:২৩
পুলিশ বাহিনীর সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা তিন সংগঠনের

চট্টগ্রামে পুলিশের কিছু কর্মকাণ্ডের প্রতিবাদ এবং বাহিনীতে কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরীর ষোলশহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইর হাসান চার দফা দাবি উত্থাপন করেন। তিনি জানান, চট্টগ্রামের পটিয়া থানায় পুলিশের সঙ্গে বৈছাআ’র নেতাকর্মীদের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চার দফা দাবির বিবরণ:

১. পটিয়া থানা থেকে প্রত্যাহারকৃত ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে স্থায়ীভাবে বরখাস্ত করে বিচারের আওতায় আনা এবং তাঁর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।

২. চট্টগ্রামের পুলিশ সুপারকে (এসপি) অপসারণ।

৩. পুরো পুলিশ বাহিনীতে কাঠামোগত সংস্কারের নির্দেশনা।

৪. যেকোনো থানায় আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের চিহ্নিত কোনো ব্যক্তি গ্রেফতার হলে তাৎক্ষণিকভাবে ও শর্তহীনভাবে তাকে আটকের নীতি গ্রহণ।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, “বর্তমান পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন না আনলে জনগণের আস্থা ফিরবে না। আওয়ামী লীগ আমলে ওসি হিসেবে দায়িত্ব পালন করা প্রত্যেক ব্যক্তিকে বিচারযোগ্য করতে হবে।”

তিনি আরও দাবি করেন, “পুলিশের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক করা না গেলে রাষ্ট্রীয় অবক্ষয় চলতেই থাকবে।”

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ