রাজবাড়ীতে বিদ্যুৎ বিল আদায়ের নামে ২০ লাখ টাকার দুর্নীতি, ওজোপাডিকোর কর্মী পলাতক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ২০:৪৩:৪৪
রাজবাড়ীতে বিদ্যুৎ বিল আদায়ের নামে ২০ লাখ টাকার দুর্নীতি, ওজোপাডিকোর কর্মী পলাতক

রাজবাড়ী সদর উপজেলায় বিদ্যুৎ বিল সংগ্রহের নামে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) এক মিটার রিডার মো. মোক্তার বিশ্বাসের বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে ভুয়া বিলের মাধ্যমে টাকা নিয়ে তিনি এখন পলাতক।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় দেড় বছর ধরে রাজবাড়ীর আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দায়িত্ব পালনকালে মোক্তার বিশ্বাস ভুয়া বিল ও নকল ব্যাংক সিল ব্যবহার করে শত শত গ্রাহকের কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করেন।

গ্রাহকদের ক্ষোভ: বকেয়া দেখিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকিগোয়ালন্দ মোড় এলাকার কোরবান গাজী বলেন, “নিয়মিত বিল দিয়েছি, অথচ অফিস বলছে ১ লাখ ৩৩ হাজার টাকা বকেয়া। এটা কীভাবে সম্ভব?”শহীদ ওহাবপুরের জহিরুল ইসলামের দাবি, “প্রতিমাসে টাকা দিয়েছি, এখন বলে ২ লাখ ১২ হাজার টাকা বাকি! তিন মাস বকেয়া হলেই সংযোগ বিচ্ছিন্ন হয়, অথচ ১৫ মাসেও হয়নি—এটা স্পষ্ট প্রতারণা।”

ভ্যানচালক বাবুল শেখ বলেন, “৭৫ হাজার টাকা বকেয়া এসেছে, অথচ আমি নিয়মিত বিল দিয়েছি। এখন এই টাকা আমি কোথা থেকে দেবো?”

লিখিত অভিযোগ ও প্রশাসনের পদক্ষেপভুক্তভোগী অন্তত ৫০ জন গ্রাহক গত ২ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, অন্তত ৪০০ গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন মোক্তার বিশ্বাস।

এ বিষয়ে ওজোপাডিকোর রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ বলেন, “অভিযোগের ভিত্তিতে মোক্তারকে চাকরিচ্যুত করা হয়েছে এবং থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

তবে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একটি অসম্পূর্ণ অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল, যা ফেরত দিয়ে তা পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

ভুক্তভোগীরা বলেন, “আমরা সঠিকভাবে টাকা পরিশোধ করেছি। এখন লাখ লাখ টাকা বকেয়ার দায় চাপানো হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।”তাদের দাবি—

সুষ্ঠু তদন্ত কমিটি গঠন

প্রতারণায় জড়িতদের শাস্তি

বিদ্যুৎ বিভাগের দায় স্বীকার

প্রকৃত ভুক্তভোগীদের বকেয়া বিল মওকুফ

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ