রাজবাড়ীতে বিদ্যুৎ বিল আদায়ের নামে ২০ লাখ টাকার দুর্নীতি, ওজোপাডিকোর কর্মী পলাতক

রাজবাড়ী সদর উপজেলায় বিদ্যুৎ বিল সংগ্রহের নামে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) এক মিটার রিডার মো. মোক্তার বিশ্বাসের বিরুদ্ধে। গ্রাহকদের কাছ থেকে ভুয়া বিলের মাধ্যমে টাকা নিয়ে তিনি এখন পলাতক।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় দেড় বছর ধরে রাজবাড়ীর আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দায়িত্ব পালনকালে মোক্তার বিশ্বাস ভুয়া বিল ও নকল ব্যাংক সিল ব্যবহার করে শত শত গ্রাহকের কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করেন।
গ্রাহকদের ক্ষোভ: বকেয়া দেখিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকিগোয়ালন্দ মোড় এলাকার কোরবান গাজী বলেন, “নিয়মিত বিল দিয়েছি, অথচ অফিস বলছে ১ লাখ ৩৩ হাজার টাকা বকেয়া। এটা কীভাবে সম্ভব?”শহীদ ওহাবপুরের জহিরুল ইসলামের দাবি, “প্রতিমাসে টাকা দিয়েছি, এখন বলে ২ লাখ ১২ হাজার টাকা বাকি! তিন মাস বকেয়া হলেই সংযোগ বিচ্ছিন্ন হয়, অথচ ১৫ মাসেও হয়নি—এটা স্পষ্ট প্রতারণা।”
ভ্যানচালক বাবুল শেখ বলেন, “৭৫ হাজার টাকা বকেয়া এসেছে, অথচ আমি নিয়মিত বিল দিয়েছি। এখন এই টাকা আমি কোথা থেকে দেবো?”
লিখিত অভিযোগ ও প্রশাসনের পদক্ষেপভুক্তভোগী অন্তত ৫০ জন গ্রাহক গত ২ জুলাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, অন্তত ৪০০ গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন মোক্তার বিশ্বাস।
এ বিষয়ে ওজোপাডিকোর রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মামুন-অর-রশিদ বলেন, “অভিযোগের ভিত্তিতে মোক্তারকে চাকরিচ্যুত করা হয়েছে এবং থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”
তবে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একটি অসম্পূর্ণ অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল, যা ফেরত দিয়ে তা পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
ভুক্তভোগীরা বলেন, “আমরা সঠিকভাবে টাকা পরিশোধ করেছি। এখন লাখ লাখ টাকা বকেয়ার দায় চাপানো হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।”তাদের দাবি—
সুষ্ঠু তদন্ত কমিটি গঠন
প্রতারণায় জড়িতদের শাস্তি
বিদ্যুৎ বিভাগের দায় স্বীকার
প্রকৃত ভুক্তভোগীদের বকেয়া বিল মওকুফ
সত্য প্রতিবেদন/আশিক
আজ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানীতে কেনাকাটা করতে যাওয়ার আগে এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার বড় বড় শপিংমল ও মার্কেটগুলো বন্ধ থাকবে। বিশেষ করে উত্তরা, কুড়িল, বাড্ডা এবং খিলক্ষেত এলাকায় আজ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকছে।
সাপ্তাহিক ছুটির তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক। এছাড়া উত্তরার মাসকট প্লাজা, আমির কমপ্লেক্স, এবি সুপার মার্কেট, এবং কুশল সেন্টারও আজ বন্ধ থাকবে। অন্যান্য মার্কেটের মধ্যে পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, নুরুনবী সুপার মার্কেট এবং ইউনাইটেড প্লাজা আজ তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখবে।
এলাকাভিত্তিক ছুটির কারণে আজ বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর এবং নিকুঞ্জ-১ ও ২ এলাকার সব দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান এবং দক্ষিণখান এলাকার মার্কেটগুলোও আজ খুলবে না। জোয়ার সাহারা, আশকোনা এবং বিমানবন্দর সড়ক থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান আজ সাপ্তাহিক ছুটি পালন করবে।
শৈত্যপ্রবাহের কারণে এমনিতেই জনজীবন স্থবির, তাই বিড়ম্বনা এড়াতে আজ কেনাকাটার জন্য বিকল্প হিসেবে ধানমন্ডি বা মিরপুর এলাকা বেছে নিতে পারেন, কারণ ওই এলাকার মার্কেটগুলো আজ খোলা রয়েছে।
আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি জেনে নিন বের হওয়ার আগে
আজকের কর্মসূচিগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হওয়ায় যাতায়াতে কিছুটা সময় হাতে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
প্রেস ক্লাব ও সেগুনবাগিচা (সকাল ১০:৩০ - দুপুর ১:০০)
জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ডক্টর আব্দুল মঈন খানের উপস্থিতিতে পৃথক দুটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ফলে পুরানা পল্টন ও তোপখানা রোড এলাকায় সকাল থেকেই মানুষের চাপ থাকবে।
গুলশান এলাকা (বিকেল ৩:০০)
ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে গুলশানের ফেলানী অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ অনুষ্ঠিত হবে। এতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশগ্রহণের কথা রয়েছে। এই কর্মসূচির কারণে গুলশান-১ ও ২ মুখী রাস্তায় বিকেলের দিকে বড় ধরনের জট তৈরি হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (দুপুর ১২:৩০)
মধুর ক্যান্টিনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সদ্য মুক্তিপ্রাপ্ত মাহদী হাসান ও তাহরিমা জান্নাত সুরভী তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এ সময় শিক্ষার্থীদের সমাগম বাড়বে।
বসুন্ধরা আবাসিক এলাকা (সকাল ৯:০০)
জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। কুড়িল ও বসুন্ধরা গেট এলাকায় সকাল থেকেই কিছুটা ভিড় থাকতে পারে।
মোহাম্মদপুর (সকাল ১০:০০)
সরকারি শারীরিক শিক্ষা কলেজে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের উপস্থিতিতে একটি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলবে। আসাদগেট থেকে গাবতলীমুখী রাস্তায় এর প্রভাব পড়তে পারে।
যারা বিকেলে গুলশান বা বনানী হয়ে যাতায়াত করবেন, তারা সম্ভব হলে মগবাজার-হাতিরঝিল রুট ব্যবহার করতে পারেন। প্রেস ক্লাব সংলগ্ন রাস্তাগুলোতে যানজট এড়াতে ফ্লাইওভার ব্যবহার করা কার্যকর হতে পারে।
হাড়কাঁপানো শীতে কাঁপবে দেশ: ৬ ডিগ্রিতে নামবে ৫ বিভাগের তাপমাত্রা
হাড়কাঁপানো শীতের চাদরে ঢাকা পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক পূর্বাভাসে জানিয়েছেন, আগামীকাল বুধবার (৭ জানুয়ারি ২০২৬) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা নাটকীয়ভাবে হ্রাস পেয়ে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এমনকি মাসের শেষভাগে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর।
ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সর্বশেষ চিত্র বিশ্লেষণ করে মোস্তফা কামাল পলাশ জানান, সিলেট, সুনামগঞ্জ ও ফেনী ছাড়া দেশের বাকি ৬১টি জেলাই বর্তমানে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য ছয়টি বিভাগে কুয়াশার ঘনত্ব আরও বাড়বে। ফলে বুধবার দুপুর ১২টার আগে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের মুখ দেখার সম্ভাবনা খুবই কম। অন্যান্য বিভাগে সকাল ১০টার পর রোদের দেখা মিলতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার রাত থেকেই তাপমাত্রা ক্রমাগত কমতে শুরু করেছে। চলতি জানুয়ারি মাসে দেশে অন্তত এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার এই চরম অবস্থায় শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের কামড় মারাত্মক আকার ধারণ করতে পারে, যা কৃষি ও স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে।
বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
শীতকালীন বিদ্যুৎ লাইন সংরক্ষণ ও জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার সিলেট নগরীর একটি বড় অংশে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সোমবার পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ এই তথ্য নিশ্চিত করেছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন ফিডারের আওতায় থাকা গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর অধীনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা এবং হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা। এছাড়া লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বাদাম বাগিচা, বড় বাজার, বনশ্রী ফিডারভুক্ত চৌকিদেখী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, দারুস সালাম, শেভরন, লাক্কাতুড়া চা-বাগান ও বনশ্রী আবাসিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
অন্যদিকে, বিভাগ–২ এর অধীনে রায়নগর ফিডারে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া নাইওরপুল ফিডারের আওতায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট ও শাহী ঈদগাহসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবোর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা হবে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তাপমাত্রা নামছে হু হু করে: শীতের এই তান্ডব চলবে কতদিন?
সারা দেশে জেঁকে বসা হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও প্রাণিকুল। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে তাপমাত্রার পারদ ক্রমশ নিচের দিকে নামছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও শীতের তীব্রতা বেড়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিশ্লেষক ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন যে গতকাল সোমবার রাত থেকেই তাপমাত্রা ধাপে ধাপে হ্রাস পেতে শুরু করেছে। চলতি জানুয়ারি মাসেই অন্তত দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি বা দুটি অত্যন্ত তীব্র হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার উচ্চ সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার রাতে পুরো দেশ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ মঙ্গলবার দুপুর ১২টার আগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় সূর্যের দেখা মেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে খুলনা ও বরিশাল বিভাগে সকাল ১০টার পর থেকে রোদের দেখা মিলতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, দিনাজপুর ও যশোরসহ ১৫টি অঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
তীব্র ঠান্ডার কারণে শীতজনিত রোগবালাই যেমন সর্দি, কাশি ও শ্বাসকষ্টের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। কুয়াশার কারণে সড়ক, নৌ ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় পণ্য পরিবহন ও কর্মজীবী মানুষের যাতায়াতে সৃষ্টি হয়েছে বাড়তি বিড়ম্বনা। কুয়াশা অনেক এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে, ফলে শীতের অনুভূতি আরও প্রকট হচ্ছে। অসহায় মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণের দাবি উঠেছে।
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ট্রান্সফরমারের জরুরি সংরক্ষণ ও কারিগরি ত্রুটি মেরামতের লক্ষ্যে আজ মঙ্গলবার সিলেট নগরীর একটি বড় অংশে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ এই তথ্য নিশ্চিত করেছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতায় থাকা গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর তথ্য অনুযায়ী, আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতায় থাকা আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, মজুমদারী, সরকারি কলোনি, পূর্ব পীরমহল্লা, হাউজিং স্টেট ফরিদাবাদ এবং আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়া লাক্কাতুড়া চা–বাগান, বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, ইলাশকান্দি, উদয়ন, বনশ্রী আবাসিক এলাকাসহ সংলগ্ন এলাকাগুলোতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে বিভাগ–২ এর অধীনে রায়নগর ফিডারে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এছাড়া নাইওরপুল ফিডারের আওতায় থাকা ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট এবং শাহী ঈদগাহ এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়েছে।
বিউবোর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করা হবে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানী ঢাকায় কেনাকাটার জন্য বের হওয়ার আগে সাপ্তাহিক ছুটির বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি। এলাকাভেদে ভিন্ন ভিন্ন দিনে মার্কেট বন্ধ থাকার নিয়ম অনুযায়ী আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু বাণিজ্যিক এলাকা ও বড় শপিংমলগুলো বন্ধ থাকবে। বিশেষ করে ধানমন্ডি, নিউমার্কেট এবং কারওয়ান বাজার এলাকার ক্রেতাদের আজ বিকল্প চিন্তা করতে হবে।
আশেপাশের এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকার তালিকা নিচে দেওয়া হলো।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।
যেসব মার্কেট আজ বন্ধ থাকবে বসুন্ধরা সিটি শপিং মল, মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্চিড প্লাজা।
সাধারণত সাপ্তাহিক এই ছুটির দিনে কেবল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বা কাঁচাবাজার খোলা থাকলেও বড় শপিংমল ও ফ্যাশন হাউসগুলো পূর্ণ দিবস বন্ধ থাকে। তবে বুধবার এসব এলাকায় অর্ধদিবস বন্ধ পালন করা হয়। তাই সময় বাঁচাতে ও বিড়ম্বনা এড়াতে তালিকার মার্কেটগুলো এড়িয়ে আজ ঢাকার অন্য খোলা থাকা এলাকায় (যেমন উত্তরা বা বনানী) কেনাকাটার পরিকল্পনা করতে পারেন।
বের হওয়ার আগে জেনে নিন রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি
রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সরকারি উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির কারণে বনানী, সচিবালয় এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় যানজট ও জনচলাচল বিঘ্নিত হতে পারে। ঘর থেকে বের হওয়ার আগে নগরবাসীকে রুট পরিকল্পনা পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।
উপদেষ্টাদের ব্যস্ত কর্মসূচি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে দুটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করবেন। সকাল ১১টায় তিনি ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় অংশ নেবেন এবং এর ঠিক পরেই বেলা ১১টা ১৫ মিনিটে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় উপস্থিত থাকবেন। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মাস্টারপ্ল্যান নিয়ে আয়োজিত একটি বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
বিএনপির নির্বাচনী প্রস্তুতি রাজনৈতিক অঙ্গনেও আজ বিশেষ ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। রাত ৯টায় বনানী সংসদ সদস্য আবাসিক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে বনানী এলাকায় নেতা-কর্মীদের ভিড়ের কারণে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হতে পারে।
সার্বিকভাবে আজ সকাল থেকে রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভিআইপি মুভমেন্ট থাকায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা কিছুটা নাজুক থাকতে পারে। বিশেষ করে মিন্টো রোড, কাকরাইল এবং বনানীগামী যাত্রীদের হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কনকনে শীতে এক কম্বলে রাত কাটে তিন সন্তানের আর পাশে বসে থাকেন মা
উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে জেঁকে বসা হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে জনজীবন যখন বিপর্যস্ত, তখন সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সিন্দুর্না নদীপাড় গ্রামে এক মায়ের জীবনযুদ্ধের করুণ চিত্র সামনে এসেছে। জরাজীর্ণ এক টিন-বাঁশের ঘরে তিন সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বিলকিস আক্তার। হাড়কাঁপানো ঠান্ডায় চারপাশ থেকে আসা হিমেল বাতাসের তোড়ে কাঁপছে তাঁর দুই শারীরিক প্রতিবন্ধী সন্তানের শরীর।
সংসারের পাঁচ সদস্যের মধ্যে স্বামী অসুস্থ হওয়ায় সংসারের ভার এখন বিলকিসের কাঁধে। বড় ছেলে ফয়সালের বয়স ১৩, মেঝো ছেলে কাউসারের ৮ এবং ছোট মেয়ে জান্নাতুন। দুই সন্তান প্রতিবন্ধী হওয়ায় তাঁদের বাড়তি যত্নের প্রয়োজন হলেও নুন আনতে পান্তা ফুরানো সংসারে তা অসম্ভব হয়ে পড়েছে। রাতে যখন শীতের তীব্রতা বাড়ে, তখন মাটিতে খড় আর একটি ছেঁড়া কম্বলই হয় তাঁদের একমাত্র সম্বল। সেই সামান্য কাপড়ে শীত না কাটায় সন্তানদের কান্না আর কাশির শব্দে সারারাত নির্ঘুম কাটে বিলকিসের।
স্থানীয় প্রতিবেশী রেজাউল ইসলাম তাঁদের চরম দুর্দশার কথা তুলে ধরে বলেন, “এই পরিবারের সংগ্রাম ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্ন, বস্ত্র ও চিকিৎসা—সবকিছুরই অভাব এখানে। তাঁদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।” বিলকিস আক্তার চোখের জল মুছে বলেন, “সন্তানদের কষ্ট মা হয়ে সহ্য করতে পারি না। দুইটা বাচ্চা প্রতিবন্ধী, ওরা ঠান্ডা একদম সইতে পারে না। রাতে যখন ওরা কাঁপে, তখন আমি শুধু চেয়ে থাকি। ঘরে খাবার নেই, সাদা ভাত খেয়েই দিন পার করছি। আপনারা আমার সন্তানদের পাশে দাঁড়ান।”
অসহায় এই পরিবারের কষ্টের খবর পৌঁছানোর পর ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সাড়া দিয়েছেন। তিনি ওই সংগ্রামী মায়ের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। কনকনে ঠান্ডায় ওই জরাজীর্ণ ঘরে নতুন স্বপ্ন আর ওমের প্রত্যাশায় প্রহর গুনছেন বিলকিস ও তাঁর সন্তানরা।
সূত্র:কালবেলা
পাঠকের মতামত:
- কৃষ্ণগহ্বরের তাণ্ডবে ফুটছে আদি মহাবিশ্ব: শুরুর জগত নিয়ে সম্পূর্ণ নতুন তথ্য
- বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্ক এখন তুঙ্গে: রয়টার্সের চাঞ্চল্যকর তথ্য
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন গণবিজ্ঞপ্তি জারি, বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর
- চট্টগ্রামের খতনা করাতে গিয়ে চিরতরে ঘুমিয়ে পড়ল ৭ বছরের রোহান
- ব্যালটে সিল মারা পুলিশের কাজ নয়: হাসনাত আব্দুল্লাহ
- ২৬ কেন্দ্রের ফলে পাশা উল্টে গেল: জকসু নির্বাচনের নাটকীয় মোড়
- শীতে বারবার প্রস্রাবের বেগ: সাধারণ ঘটনা নাকি কিডনি রোগের সংকেত?
- সদরপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
- ভিপি পদে রিয়াজুল বনাম রাকিব: জকসু নির্বাচনের ২০ কেন্দ্রের ফল এক নজরে
- তীব্র শৈত্যপ্রবাহের কবলে ৩ বিভাগ, তাপমাত্রা নামতে পারে ৪-৬ ডিগ্রিতে
- সুস্থ থাকতে চায়ের সঙ্গে এই ৫ খাবারের বিচ্ছেদ জরুরি: আজই সতর্ক হোন
- বিচার না করে নির্বাচনে গেলে জনগণ প্রত্যাখ্যান করবে: রিফাত
- স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?: মোদির অনুরোধে যা বললেন ট্রাম্প
- ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল
- ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস: মৃত্যুর হার ১০০ শতাংশে পৌঁছানোয় রেড অ্যালার্ট
- উত্তরবঙ্গে তারেক রহমানের ৪ দিনের ‘মেগা সফর’: রুট ম্যাপ দেখে নিন
- গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: খসরু
- জকসু নির্বাচনে বোটানিতে ফল প্রকাশ, ভোটে চমক
- বিএনপিতে যোগ দিলেন এনসিপির শীর্ষ নেতা
- ৭ জানুয়ারি ডিএসইর পূর্ণাঙ্গ বাজার বিশ্লেষণ
- ডিএসইতে আজ দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আজকের শীর্ষ লাভবান ১০ কোম্পানি
- জাতীয় প্রেস ক্লাবে বিএনপির দোয়া ও রাজনৈতিক বার্তা
- অলিম্পিক ও কেডিএসের নগদ লভ্যাংশ বিতরণ
- ডিএসইতে বন্ড আপডেট, চার ট্রেজারি বন্ডের রেকর্ড ডেট
- সূচক বাড়ছে, ভলিউম ৯ কোটির বেশি, কী বোঝায়
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- শীতকালে বাংলাদেশের ভ্রমণের ৫ সেরা জায়গা: ২০২৬ সালের ট্রাভেল গাইড
- নির্বাচন নিরপেক্ষ না হলে দেশ ধ্বংস হবে: ডা. তাহের
- বিশ্বকাপে ভারত সফর নিয়ে বুলবুলের বিস্ফোরক তথ্য
- আজকের স্বর্ণের দাম: ০৭ জানুয়ারি ২০২৬
- ৬ বিভাগের ফলাফলে ভিপি পদে মাত্র ৫৭ ভোটের ব্যবধান: টানটান উত্তেজনা জবিতে
- শীতেও ত্বক থাকবে মাখনের মতো নরম: জানুন জাদুকরী কিছু সহজ টিপস
- দাঁতের শিরশিরানি থেকে মুক্তির ৫ সহজ উপায়
- টিভির পর্দায় আজকের সব খেলার সূচি
- বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বড় জরিমানার মুখে বাংলাদেশ
- আজ ০৭ জানুয়ারি নামাজের সময়সূচি
- আজ বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
- আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি জেনে নিন বের হওয়ার আগে
- চার জোনে বিভক্ত হচ্ছে সেন্ট মার্টিন
- যে ১০ জেলায় আজও শৈত্যপ্রবাহের রেড অ্যালার্ট
- নবম পে স্কেলে আকাশছোঁয়া বেতন বৃদ্ধির সুপারিশ: কার পকেটে ঢুকবে বাড়তি টাকা?
- জকসু নির্বাচনের প্রথম ধাপের ফল প্রকাশ, ভিপি-জিএস পদে কে কোথায়?
- ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমাদের ভোট: হাসনাত আবদুল্লাহ
- নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ছক: বেরিয়ে এলো হাদি খুনের রোমহর্ষক তথ্য
- সোনা ও প্লাটিনামের পাহাড় কি আকাশেই ভাসছে? গ্রহাণু নিয়ে গবেষকদের অবাক দাবি
- দুদকের নজরদারিতে সারজিস আলম
- নির্বাচন নিয়ে যারা সংশয় ছড়াচ্ছেন তারা কড়া নজরদারিতে: শফিকুল আলম
- প্রস্রাবের রং কি বদলে যাচ্ছে? কিডনি বিকল হওয়ার আগাম লক্ষণ জানুন
- শীতের রাতে মোজা পরে ঘুমানো উপকারী না ক্ষতিকর জানুন বিশেষজ্ঞ মত
- ৯ম পে স্কেলে আমূল পরিবর্তন, সরকারি চাকরিতে বেতনে বড় সুখবর
- ২০২৬ সালের এসএসসি পরীক্ষা কবে
- কলেজ শিক্ষার্থীদের জন্য লম্বা ছুটি ঘোষণা
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন বছরে স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, আজ থেকে সোনার দর নিম্নমুখী
- বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
- পেটের আলসার: কারণ, চিকিৎসা ও প্রতিরোধ
- ৪ জানুয়ারি শেয়ারবাজারে আজ শীর্ষ দরবৃদ্ধিকারী তালিকা
- স্বর্ণের দামে নতুন বছরের শুরুতেই স্বস্তি: আজ থেকে কার্যকর নতুন দর
- কাত্তালী টেক্সটাইলের শেয়ারে নতুন বিধিনিষেধ কার্যকর
- অবশেষে অবসান হলো অপেক্ষার: বিশেষ আহ্বান নিয়ে হাজির ড. ইউনূস
- ০৫ জানুয়ারি আজকের মুদ্রা বিনিময় হার
- আবহাওয়া অফিসের বড় দুঃসংবাদ, ধেয়ে আসছে হাড়কাঁপানো তীব্র শীত
- গয়না কেনার আগে দেখে নিন আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশে
- এক নজরে ৩০টির বেশি মিউচুয়াল ফান্ডের সর্বশেষ NAV








