মায়ের লাশ বাড়িতে, এইচএসসি পরীক্ষাকক্ষে দুই মেয়ে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৫:১৪:১০
মায়ের লাশ বাড়িতে, এইচএসসি পরীক্ষাকক্ষে দুই মেয়ে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক হৃদয়বিদারক অথচ অনুপ্রেরণাদায়ক ঘটনা ঘটে গেছে। মা হারানোর চরম বেদনার মুহূর্তেও বুক ভরা কান্না চেপে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন দুই শিক্ষার্থী সায়মা আক্তার ও লাবনী আক্তার। তাদের একজনের মায়ের মরদেহ ছিল বাড়িতে, অন্যজনের মায়ের জানাজা অনুষ্ঠিত হয় পরীক্ষার দিন সকালে। এমন এক সময়ে, যখন পরিবারের শোক আকাশছোঁয়া, তখন এই দুই কিশোরী সিদ্ধান্ত নেয় পরীক্ষাকক্ষে গিয়ে নিজের ভবিষ্যৎ রক্ষা করার।

হাতিয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তারের মা শিল্পী আক্তার (৪০) ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে কিডনি রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। অপরদিকে কচুয়া পশ্চিম পাড়ার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তারের মা সফিরন (৪৫) মারা যান একই রাতে, রাত সাড়ে ৯টার দিকে। মায়ের মৃত্যুর পর দুইজনেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের অনুরোধে তাঁরা পরীক্ষা দিতে সম্মত হন।

পরীক্ষার দিন ৩ জুলাই সকালে সায়মা সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে অশ্রুসিক্ত চোখে উপস্থিত হন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সহপাঠীরা তাদের পাশে দাঁড়ান, মানসিকভাবে সাহস দেন এবং সহানুভূতির সঙ্গে তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন। জানা যায়, লাবনীর মায়ের জানাজা পরীক্ষার আগেই সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়, যাতে সে অন্তত মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পারে। সায়মার মায়ের জানাজা অনুষ্ঠিত হয় পরীক্ষার পর, বাদ যোহর।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, “সায়মা মেধাবী শিক্ষার্থী। কিন্তু মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করা সত্যিই কষ্টদায়ক এবং একইসঙ্গে চমৎকার মানসিক দৃঢ়তার পরিচয়।” সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিনও একইভাবে লাবনীর সাহসিকতার প্রশংসা করেন।

এই ঘটনা কেবল দুই শিক্ষার্থীর ব্যক্তিগত যন্ত্রণার গল্প নয়, বরং তা বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে থাকা অধ্যবসায়, দায়িত্ববোধ ও স্বপ্নের প্রতি অটল নিষ্ঠার উদাহরণ। জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েও তারা প্রমাণ করেছে, শোক থাকলেও জীবন থেমে থাকে না ভবিষ্যতের স্বপ্ন বাঁচিয়ে রাখতেই এগিয়ে যেতে হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ