জাতীয় ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক শুরু, অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১২:২০:৫২
জাতীয় ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক শুরু, অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সোয়া ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং আমার বাংলাদেশ পার্টির (এবিপি) সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

বৈঠকের সূচনালগ্নে কমিশনের প্রধান আলী রীয়াজ বলেন, “প্রাথমিক পর্যায়ের আলোচনায় যেসব বিষয় অমীমাংসিত রয়ে গেছে, সেসব বিষয় নিয়ে আজকের বৈঠকে দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সামনে এগোনোর চেষ্টা করা হবে।”

তিনি আরও বলেন, “এত প্রাণ, এত রক্তের বিনিময়ে আজকের এই আলোচনার সুযোগ তৈরি হয়েছে। সেটাই আমাদের দিকনির্দেশক হওয়া উচিত। এই সুযোগ হেলায় হারালে তা হবে ইতিহাসের প্রতি অসম্মান।”

আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেন, দলগুলো সম্মিলিতভাবে একটি ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হলে তা হবে জাতীয় ঐকমত্যের পথে এক বড় অগ্রগতি।

কমিশনের এ আলোচনা পর্বে মূলত রাজনৈতিক সহাবস্থান, নির্বাচনকালীন সরকার, মানবাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দলগুলোর মতামত এবং পরামর্শ তুলে ধরা হচ্ছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ