শহীদ মিনার এলাকায় অস্ত্রধারীদের ছিনতাই, আড়াই লাখ টাকা লুট

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:২১:১৯
শহীদ মিনার এলাকায় অস্ত্রধারীদের ছিনতাই, আড়াই লাখ টাকা লুট

রাজধানীর প্রাণকেন্দ্র শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মানিক মিয়া এ ঘটনায় শাহবাগ থানা পুলিশকে লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে এই ছিনতাই ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক মনোজ প্রভাকর রায় নিশ্চিত করেছেন, সিসিটিভি ক্যামেরার অভাবে ম্যানুয়ালি তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মতিঝিল এলাকা থেকে ভুক্তভোগীকে ফলো করা হচ্ছিল।

মনীষ মিয়া ডলার ভেঙে নগদ টাকা নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ৩-৪ জন দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে থামিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। তাদের সঙ্গে তিনি প্রাণনাশের হুমকিও পান।

ভুক্তভোগীর শ্যালক শাহ আলম জানান, মানিক মিয়া পেশায় ঠিকাদার এবং ডলার ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি মতিঝিল থেকে নগদ টাকা নিয়ে ফেরার পথে শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকা থেকে এ হামলার শিকার হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভির অভাবে তদন্তে কিছু বিলম্ব হচ্ছে। তবে ছিনতাইকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ