বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ০৯:৩৮:০৬
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অভিযানের সময় সেনাবাহিনী ৩টি সাবমেশিনগান (এসএমজি), ১টি রাইফেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত এলাকায় অভিযান চলমান রয়েছে এবং পাহাড়ি অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

বান্দরবানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে গেছে। এরই প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ