ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ৩৮ জন নিখোঁজ, উদ্ধারকাজ চলছে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ০৯:২১:০০
ইন্দোনেশিয়ায় নৌকা ডুবে ৩৮ জন নিখোঁজ, উদ্ধারকাজ চলছে

ইন্দোনেশিয়ার বালি প্রণালীতে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এখনও ৩৮ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় উদ্ধার কর্মকর্তা থোলেব ভাতেলেহান জানান, কাঠের তৈরি নৌকাটি পূর্ব জাভার বানিউয়াঙ্গি জেলার কেটাপাং বন্দর থেকে বালির জেম্বরানা জেলার গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল। বালি ও পূর্ব জাভার মধ্যে সমুদ্রসীমার কাছে এই দুর্ঘটনা ঘটে।

তীব্র বাতাস, বড় ঢেউ এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। এ কঠিন পরিবেশে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত থাকবে এবং সম্ভাব্য সব পন্থা ব্যবহার করা হবে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে জলবায়ুর প্রতিকূলতা বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনা ইন্দোনেশিয়ার নৌপরিবহনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং হতাহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে।

তথ্যসূত্র : সিনহুয়া

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ