পাবনা-৩ আসনে হাসান জাফির তুহিনকে মনোনয়ন, ‘তারেক রহমানের নির্দেশ মেনে এগিয়ে আসুন’—রুমা

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ২৩:৩৬:১০
পাবনা-৩ আসনে হাসান জাফির তুহিনকে মনোনয়ন, ‘তারেক রহমানের নির্দেশ মেনে এগিয়ে আসুন’—রুমা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান রাজশাহী বিভাগের বিএনপি নেতাদের পাঠানো নির্দেশনায় পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি সকল নেতাকর্মীদের মিশে গিয়ে এই সিদ্ধান্তকে গ্রহণ করে তুহিনকে জয়ী করার জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজিত আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমা এসব কথা জানান। চাটমোহর পৌর সদরের দোলং এলাকা থেকে শুরু হওয়া মিছিল হাসপাতাল গেট, থানা মোড়, স্টার মোড় ঘুরে বাসস্ট্যান্ডে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত পথসভায় রুমাসহ অন্য নেতারা বক্তব্য দেন।

রুমা বলেন,

“পাবনা-৩ আসনে অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আমি নিজেও তাদের একজন। কিন্তু আসলে ধানের শীষের মনোনয়ন দেয়ার এখতিয়ার দলের। দেশনায়ক তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন, সেটি মেনে নিতে হবে। এর উপরে আর কোনো বিতর্কের সুযোগ নেই।”

তিনি আরও বলেন,

“যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের প্রতি আমার আহ্বান—দ্রুত ঐক্যবদ্ধ হয়ে হাসান জাফির তুহিনকে জয়ী করার জন্য কাজ করুন। ধানের শীষের জন্য সবাই মিলেমিশে কাজ করা জরুরি।”

রুমা তুলে ধরেন,

“হাসান জাফির তুহিনকে শুধু এবারের জন্য নয়, আগে ও দলীয় প্রয়োজন অনুযায়ী অন্য আসন থেকেও মনোনয়ন দেওয়া হয়েছে। তার যোগ্যতা বিবেচনায় পাবনা-৩ আসনে তাকে পাঠানো হয়েছে। যদি এখানে তার মতো যোগ্য কেউ থাকত, তাহলে তাকে আনার প্রয়োজন হতো না।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ