বাংলাদেশ-মরক্কো ফুটবলে বন্ধুত্বের নতুন অধ্যায়: প্রীতি ম্যাচের প্রস্তাব

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ২০:৩০:২৬
বাংলাদেশ-মরক্কো ফুটবলে বন্ধুত্বের নতুন অধ্যায়: প্রীতি ম্যাচের প্রস্তাব

মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শনের সময় বাংলাদেশ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার (২ জুলাই) দুই দেশের জাতীয় ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন।

পরিদর্শনের সময় ফেডারেশনের প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিক্যাল ও রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয়। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম ও ডিরেক্টর হাসান খারবোশ উপদেষ্টাকে স্বাগত জানান ও তাদের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

আলোচনায় মরক্কোর ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত জানানো হয়। ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানসহ সার্বিক সহযোগিতার প্রস্তাবও আসে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মরক্কো জাতীয় দলের বিশ্বকাপ পারফরম্যান্সের প্রশংসা করেন এবং উল্লেখ করেন, বাংলাদেশে মরক্কো দলের বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে। দুই দেশের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন, যা ক্রীড়াক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করবে। এছাড়া আন্তর্জাতিক মানের ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলায় মরক্কোর অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।

উভয়পক্ষ আশা প্রকাশ করেন, এই পরিদর্শন বাংলাদেশের ও মরক্কোর মধ্যে ফুটবল উন্নয়ন ও ক্রীড়াবিষয়ক সহযোগিতার টেকসই ভিত্তি গড়ে তুলবে।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ