স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল-শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ২০:০২:৫৫
স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল-শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে মারধর এবং স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মামলার ৫ নম্বর আসামি মানিক (৩৫)। বুধবার (২ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮ ভোলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত (অভি) এই তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে ভোলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

এর আগের দিন (মঙ্গলবার) একই মামলায় একজন নারী আসামিকেও গ্রেপ্তার করা হয়েছিল।

ঘটনার পেছনের নির্মম বাস্তবতা আরও ভয়াবহ। জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে বাসায় ডেকে নিয়ে গিয়ে রাতভর নির্যাতন চালানো হয় চাঁদার দাবিতে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল এবং তার ভাই আলাউদ্দিন।

একপর্যায়ে নির্যাতনের শিকার যুবকের স্ত্রীকে ডেকে পাঠানো হয় স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য। রোববার সকালে তিনি ঘটনাস্থলে গেলে চাঁদা হিসেবে ৪ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার স্বামীকে বেঁধে রেখে ফরিদ উদ্দিন, আলাউদ্দিনসহ আরও একজন মিলে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ধর্ষণের পর ভয়ভীতি ও হুমকি দিয়ে স্বামী-স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং কাউকে কিছু না বলার নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ