কচুক্ষেতে মিলল মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ, গলায় প্যাঁচানো ছিল কলাগাছের বাকলা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৮:২৩:২৪
কচুক্ষেতে মিলল মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ, গলায় প্যাঁচানো ছিল কলাগাছের বাকলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক পল্লীতে কচুক্ষেত থেকে হোসনে আরা (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) সকালে বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামের একটি কচুক্ষেত থেকে তার মরদেহটি পাওয়া যায়।

নিহত হোসনে আরা বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মা রাবেয়া খাতুনের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের শেষ ভাগে হোসনে আরা বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সারারাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে এলাকার কয়েকজন শিশু ঘুড়ি ওড়াতে গিয়ে কবিরাজবাড়ি গ্রামের মোশারফ হোসেন মজনুর কচুক্ষেতে মরদেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের গলায় কলাগাছের বাকলা প্যাঁচানো অবস্থায় ছিল, যা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হোসনে আরাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

হোসনে আরার মা রাবেয়া খাতুন বলেন, "মেয়েটা তো মানসিক ভারসাম্যহীন ছিল। এই সর্বনাশ করল কে? আমি কিছুই বুঝতে পারছি না।"

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম জানান, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তদন্ত চলছে।"

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিঃসহায় পরিবারটি বিচারের অপেক্ষায়।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ