‘স্কুইড গেম ৩’–এর রহস্যময় শেষ দৃশ্য নিয়ে গুঞ্জন বাড়ছে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৫:৩৬:৩৪
‘স্কুইড গেম ৩’–এর রহস্যময় শেষ দৃশ্য নিয়ে গুঞ্জন বাড়ছে

রেকর্ড ভাঙা যেন অভ্যাসে পরিণত করেছে দক্ষিণ কোরিয়ার বিশ্বমহলে আলোড়ন তোলা সিরিজ ‘স্কুইড গেম’। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনে যেমন দর্শকদের উন্মাদনায় মেতেছিল, এবার তৃতীয় সিজন তো শুধু উন্মাদনা নয়, ইতিহাসই গড়ে ফেলেছে!

গত ২৭ জুন মুক্তি পেয়েছে ‘স্কুইড গেম’–এর তৃতীয় মৌসুম। মুক্তির মাত্র এক দিনের মধ্যেই সিরিজটি এক অনন্য নজির স্থাপন করেছে—বিশ্বের ৯৩টি দেশের টপচার্টে জায়গা করে নিয়েছে এক নম্বরে। এই অভাবনীয় সাফল্য এর আগে কোনো কে-ড্রামার ভাগ্যে জোটেনি।

ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ‘ফ্লিক্সপ্যাট্রল’ জানায়, মুক্তির পরদিন (২৮ জুন) থেকেই ‘স্কুইড গেম ৩’ নেটফ্লিক্সের ইংরেজি ও অ-ইংরেজি দুই ক্যাটাগরিতেই সর্বাধিক দেখা সিরিজে পরিণত হয়েছে। ২৯ জুনেও এই সিংহাসন ধরে রেখেছে সিরিজটি।

প্রসঙ্গত, যেখানে প্রথম সিজনকে টপচার্টে পৌঁছাতে লেগেছিল এক সপ্তাহ, দ্বিতীয় সিজন পৌঁছায় ৮০টি দেশের শীর্ষে—সেখানে মাত্র এক দিনে ৯৩টি দেশের সেরা হওয়াটা নিঃসন্দেহে কে-ড্রামা ইতিহাসের এক নতুন অধ্যায়।

এবারের সিজনে আবারও ফিরেছেন আগের দুই জনপ্রিয় মুখ লি জং জে ও লি বিয়ং হুন। বিশেষ করে ‘ফ্রন্ট ম্যান’ চরিত্রের রহস্য আর লি জং জের মনের দ্বন্দ্ব ছিল এই মৌসুমের প্রধান টান। নতুন নতুন মৃত্যুর খেলা, চমকে দেওয়া মোড়, এবং ভিন্নমাত্রার গল্প বলার ভঙ্গি—সব মিলিয়ে দর্শক এক মুহূর্তও চোখ সরাতে পারেননি।

তবে সমাপ্তি নিয়ে কিছু দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, IMDb-তে ৮/১০ রেটিং ও Rotten Tomatoes-এ ৮৩% অ্যাপ্রুভাল রেটিং প্রমাণ করে সিরিজটির প্রতি আগ্রহের ঘাটতি নেই।

মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই টিকটক, গুগল ট্রেন্ডস ও এক্স (সাবেক টুইটার)–এ ছড়িয়ে পড়ে মিম, রিভিউ আর রিঅ্যাকশনের ঢল।

এদিকে এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে, ‘স্কুইড গেম’-এর আমেরিকান রিমেক নির্মিত হচ্ছে। এর মাধ্যমে কোরিয়ান এই গল্পটি পৌঁছাবে আরও বড় আন্তর্জাতিক বাজারে।

চমক এখানেই শেষ নয়—সিজন ৩–এর শেষ দৃশ্যে অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে কৌতূহল। গুঞ্জন চলছে, আমেরিকান ভার্সনে এবার দেখা যাবে হলিউডের শীর্ষ তারকাদেরও।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ