নাহিদ ইসলামের স্পষ্ট বার্তা: শিক্ষার্থীদের গায়ে হাত তুললে ফল ভয়াবহ

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৫:২৬:৫৮
নাহিদ ইসলামের স্পষ্ট বার্তা: শিক্ষার্থীদের গায়ে হাত তুললে ফল ভয়াবহ

শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের হামলা বা নিপীড়নের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “পুলিশের সংস্কার চাই, কিন্তু কোনো পুলিশ যদি শিক্ষার্থীদের গায়ে অন্যায়ভাবে হাত তোলে, তার পরিণতি ভয়াবহ হবে।”

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের ওপর পুলিশ হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের সৈনিকদের ওপর পুলিশের এই নিন্দনীয় হামলা আমাদের আন্দোলনের শক্তি আরও বাড়াবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের মাথা গোঁজার জায়গা থাকবে না। আগামী ৩ আগস্ট শহীদ মিনার থেকে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে।”

তিনি অভিযোগ করেন, এখনো দেশের বিভিন্ন অঞ্চলে বৈষম্য বিদ্যমান, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা কুড়িগ্রাম অর্থনৈতিকভাবে বঞ্চিত ও অবহেলিত। কর্মসংস্থানের কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। আঞ্চলিক বৈষম্য দূর না হলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মোজাহিদকে জনগণের প্রতিনিধি হিসেবে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, “কুড়িগ্রামের মানুষের উন্নয়নই হবে আমাদের অঙ্গীকার।”

পথসভায় আরও বক্তব্য রাখেন—জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ এবং কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া।

রাজারহাটে পদযাত্রার সময় শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এনসিপি নেতাদের স্বাগত জানান। এরপর ত্রিমোহনী থেকে শাপলা চত্বর পর্যন্ত কয়েক হাজার নেতা-কর্মীর র‌্যালিতে অংশ নিয়ে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

পরে বিকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় পথসভা শেষে লালমনিরহাটের কর্মসূচিতে যোগ দেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ