ফিটনেস’ নেই উপদেষ্টা পরিষদের, জাতীয় নির্বাচনের প্রশ্নবিদ্ধতা: নুর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ২০:২৫:১২
ফিটনেস’ নেই উপদেষ্টা পরিষদের, জাতীয় নির্বাচনের প্রশ্নবিদ্ধতা: নুর

বর্তমান উপদেষ্টা পরিষদের গঠনতন্ত্রিক প্রস্তুতি ও ঐক্যের অভাব নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত “কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮–২০২৪)” শীর্ষক আলোচনায় তিনি বলেন, “এই উপদেষ্টা পরিষদ দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। বিভাজন নয়, ঐক্য দরকার।”

জাতীয় সরকারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আজ সবাই যার যার মতো কাজ করছে, কেউ কারও কথা শুনছে না। কেউ ভাবছে ক্ষমতায় চলে এসেছে। এভাবে চললে ঐক্য হবে না। জাতীয় সরকারই এখন একমাত্র পথ।”

আলোচনায় তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনে অনৈক্যের সুর বেশি শোনা যাচ্ছে। চাইলে গণভোট দিয়ে জনগণের রায় নেওয়া হোক।”

আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে হতাশাজনক বলে মন্তব্য করেন নুর, “আমরা আপস করতে পারি, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে নয়। জাতীয় পার্টিকে ফেরানোর কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা হলো আওয়ামী লীগের দোসর।”

গণ–অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া সবার ভূমিকা স্বীকার করতে হবে। ঐক্য না হলে ফ্যাসিবাদ ফিরবে। আর হাসিনা যদি ফেরে, বিপ্লবীরা ফাঁসিতে ঝুলবে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সদস্য আবু হানিফ, তোফাজ্জল হোসেন, নাজিম উদ্দীন, মিজানুর রহমান প্রমুখ।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ