একক ক্ষমতা নয়, অংশীদারিত্বে বিশ্বাস চরমোনাই পীরের

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৯:৫৭:৪০
একক ক্ষমতা নয়, অংশীদারিত্বে বিশ্বাস চরমোনাই পীরের

আসন্ন জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation বা পিআর) পদ্ধতির পক্ষে মত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর নামেই পরিচিত।

তিনি বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলই এখন পিআর পদ্ধতির পক্ষে। এটি রাজনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত "জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ভাবনা" শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, “পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে দলগুলো সংসদে আসন পায়। এতে একক আধিপত্যের সুযোগ থাকে না। বরং ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এবং আলোচনা, আপোস ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি হয়।”

তিনি আরও বলেন, “মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণে গোটা মুসলিম বিশ্ব আজ দিশেহারা। বাংলাদেশেও ইসলাম ও ইসলামপ্রিয় জনগণকে পরিকল্পিতভাবে কোনঠাসা করা হচ্ছে।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় উলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমীর হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার, শায়খ রুহুল আমিন, মুফতি মাঈনুদ্দীন খান তানভীর, মাওলানা শাহ মমশাদ আহমদ প্রমুখ।

আলোচনায় ওলামারা বলেন, ইসলামী মূল্যবোধ ভিত্তিক একটি অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার জন্য পিআর পদ্ধতি সময়ের দাবি হয়ে উঠেছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ