শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নাটকীয় মোড়, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী পুলিশের হাতে!

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৮:০৯:৫৩
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নাটকীয় মোড়, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী পুলিশের হাতে!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে পুলিশে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকায়েত হোসেনকে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৩টায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, রাকায়েত হোসেন শিবপুর উপজেলার জানখারটেক গ্রামের বাসিন্দা ও প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাস শেষে নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচে আসার পর ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী রাকায়েতকে চিহ্নিত করে ধরে নিয়ে যান প্রক্টর কার্যালয়ে। সেখানে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. সোহাগ জানান, রাকায়েত হলে ভিন্নমতাবলম্বী শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাতেন এবং নিষিদ্ধ নেতাদের সঙ্গে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্যই তাঁকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, “কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে রাকায়েত হোসেনকে ডাকা হয় এবং সার্বিক বিবেচনায় তাঁকে পুলিশে দেওয়া হয়েছে। এখন পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি সুমন মিত্র বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপ ক্যাম্পাসজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে শৃঙ্খলা রক্ষায় কঠোরতা হিসেবে দেখলেও, অনেকে আবার এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তুলেছেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ