আম রপ্তানিতে নতুন সুযোগ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৭:৫৫:৫৬
আম রপ্তানিতে নতুন সুযোগ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের ঘোষণা

বাংলাদেশের আমকে আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য সম্ভাবনাময় পণ্য হিসেবে দেখছে ইন্দোনেশিয়া। দেশটিতে নিযুক্ত বাংলাদেশে ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু জানিয়েছেন, ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে আম আমদানি করতে আগ্রহী, কারণ এখানকার আম ইন্দোনেশিয়ার আমের তুলনায় ভিন্ন জাতের ও স্বাদে অনন্য।

মঙ্গলবার (১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে অবস্থিত ‘চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের একটি ফ্রুট প্রটেকটিং পেপারব্যাগ প্রস্তুতকারী কারখানা পরিদর্শনে এসে তিনি এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে নানা জাতের আম হয়, যার স্বাদ ও গুণগত মান উচ্চমাত্রার। ইন্দোনেশিয়া শুধু আম নয়, কৃষিখাতেও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে আমরা সম্ভাবনা খতিয়ে দেখছি। ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রেও আগ্রহ রয়েছে আমাদের।”

এ সময় রাষ্ট্রদূতের নেতৃত্বে ইন্দোনেশিয়ান দূতাবাসের ১০ সদস্যের প্রতিনিধি দল কারখানার বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া, কোল্ড স্টোরেজ এবং প্রটেকটিং ব্যাগ তৈরির কার্যক্রম ঘুরে দেখেন।

চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জেসমিন আক্তার জানান, “ইন্দোনেশিয়া শুধু আম নয়, প্রক্রিয়াজাত পণ্য ও বাই-প্রোডাক্ট নিয়েও আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে ব্যবসায়িক অংশীদার হতে চায়।”

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ও ধোবড়া এলাকার আমবাগান এবং সোনামসজিদ স্থলবন্দরও ঘুরে দেখে।

এ সফরকে চাঁপাইনবাবগঞ্জ তথা দেশের আম রপ্তানি সম্ভাবনায় এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ