নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৫

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১৮:৩০:৪১
নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ৫

সত্য নিউজ: নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে সংঘটিত এই হামলায় বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের জেলা সমন্বয়ক তারেকেশ্বর দেবনাথসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৩০ এপ্রিল নোয়াখালীর টাউন হল মোড় এলাকায় সাম্যবাদী আন্দোলনের জেলা কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে সাম্যবাদী আন্দোলন। মানববন্ধনে অংশ নিতে নেতা-কর্মীরা রওনা দিলে পথিমধ্যেই হামলার শিকার হন তারা।

সাম্যবাদী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলাটি স্থানীয় বিএনপি সদস্য আবদুল মোতালেব ওরফে আপেলের অনুসারীদের নেতৃত্বে সংঘটিত হয়েছে। তবে সংবাদ সম্মেলনে আবদুল মোতালেব এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেন, এ ঘটনায় তার বা তার কোনো অনুসারীর সম্পৃক্ততা নেই। তিনি জানান, যে কার্যালয়ে তালা দেওয়া হয়েছে, সেটি আসলে সমবায় ব্যাংকের মালিকানাধীন, এবং ভাড়া পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ স্বাভাবিক প্রক্রিয়ায় তালা লাগিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নেতা-কর্মীরা প্রেসক্লাব থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার সময় শিল্পকলা একাডেমির পাশের সড়কে ১০ থেকে ১২ জন তরুণ অতর্কিতে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে দৌড়ে অনেকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় আশ্রয় নেন। হামলাকারীরা সেখানেও তাদের পিছু নেয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সরে যায়। পরে আহত নেতা-কর্মীরা সুধারাম মডেল থানায় গিয়ে মৌখিকভাবে ঘটনার বিবরণ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি। লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ বলেন, "গত ৩০ এপ্রিল সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদ জানাতে যাওয়ার সময় আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।"

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ