চট্টগ্রাম বন্দর নিয়ে আজই বড় সিদ্ধান্ত, উপদেষ্টা বললেন—টেন্ডার নয়!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০১ ১৭:৪৯:০৩
চট্টগ্রাম বন্দর নিয়ে আজই বড় সিদ্ধান্ত, উপদেষ্টা বললেন—টেন্ডার নয়!

চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব কাদের দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ বুধবার (২ জুলাই) নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই দায়িত্ব ৬ মাসের জন্য দেওয়া হবে এবং তা কোনো ধরনের টেন্ডার ছাড়াই নির্ধারিত হবে।

এ সময় এনবিআরকে ‘অত্যাবশ্যকীয়’ সেবা হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, “আপনারা যে প্রজ্ঞাপন দেখেছেন, সেটিই চূড়ান্ত। আগেও কোনো প্রজ্ঞাপন ছিল না, পরেও আসবে না। আমি একজন প্রজ্ঞাপন জারি করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা—সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই।”

আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনার দরকার আছে কি নেই, সেই প্রশ্ন ওঠার আগেই তারা (আন্দোলনকারীরা) নিজেরাই প্রত্যাহার করে নিয়েছেন। এখন তাদের দাবি-দাওয়া যদি থাকে, তখন আমরা আলোচনায় বসব।”

চট্টগ্রাম বন্দরে এনবিআর কর্মীদের আন্দোলনের কারণে কোনো স্থবিরতা তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বন্দর পুরোপুরি বন্ধ ছিল না। বন্দরে প্রবেশ করা পণ্যসমূহ এখন জাহাজীকরণ করা হবে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি, তবে বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা নেই।”

অন্যদিকে বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং, ডিএপি ও ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন এবং এলএনজির সরবরাহ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, রংপুরে ৩০টি স্কুল পুনর্গঠনের বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ