আসিফ-হাসনাতের অস্ত্র ইস্যুতে ‘অদৃশ্য শত্রুদের’ দিকে ইশারা করলেন ইলিয়াস

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ৩০ ১৯:৪৬:১১
আসিফ-হাসনাতের অস্ত্র ইস্যুতে ‘অদৃশ্য শত্রুদের’ দিকে ইশারা করলেন ইলিয়াস

প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইন সাম্প্রতিক আলোচিত অস্ত্র-ম্যাগাজিন ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ও যুবনেতা হাসনাতের পক্ষে অবস্থান নিয়েছেন। সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, “আসিফ-হাসনাতেরা জুলাই মাসে যা করেছেন, তাতে ওদের সঙ্গে শুধু পিস্তল নয়—কামান থাকলেও দোষের কিছু নেই।”

স্ট্যাটাসে ইলিয়াস আরও লেখেন, “মাত্র ক’দিন আগেই হাসনাতের ওপর হামলা হয়েছে। এ বিষয়টি মাথায় রেখে সমালোচনা করা উচিত। যারা আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করছে, তারা-ই মূলত সেই পক্ষ, যারা তাঁদের অনুপস্থিতি থেকে সুবিধা নিতে চায়।”

তিনি মন্তব্য করেন, “একটি ছোট ভুলের জন্য অতিরিক্ত সমালোচনা অনুচিত। দেশপ্রেমিক নেতাদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি থাকা উচিত, কারণ শত্রুদের অবস্থান এখনো অদৃশ্য নয়।”

প্রসঙ্গত, সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মরক্কো সফরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হলে তার হাতব্যাগে একটি গুলি ভর্তি ম্যাগাজিন ধরা পড়ে স্ক্যানিংয়ে। এরপর তা তিনি তার প্রটোকল অফিসারের হাতে তুলে দেন এবং নির্ধারিত ফ্লাইটে দেশ ত্যাগ করেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছেন এটি নিরাপত্তা ত্রুটি, কেউ বলছেন এটি উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা।

তবে আসিফ মাহমুদ ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করে লেখেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। গণ-অভ্যুত্থানের পর থেকে আমার ও আমার সহযোদ্ধাদের উপর একাধিকবার হামলা হয়েছে। সরকারি সিকিউরিটি না থাকলে নিজেই নিজের ও পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিতে হয়।”

তিনি দাবি করেন, ব্যাগে থাকা ম্যাগাজিনটি সম্পূর্ণরূপে ভুলবশত থেকে গিয়েছিল এবং স্ক্যানিংয়ে ধরা পড়ার পরই যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা নতুনভাবে প্রশ্ন তুলেছে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রোটোকলের সীমাবদ্ধতা নিয়ে। পাশাপাশি, গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক বাস্তবতা এবং নতুন নেতৃত্বের নিরাপত্তা ঝুঁকি নিয়েও নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে এই ঘটনা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

প্রেস সচিবের বক্তব্যে বাকস্বাধীনতা, মব কালচার ও সাংবাদিকতার দ্বন্দ্ব: পাঠবিশ্লেষণ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক দীর্ঘ বক্তব্যে দেশের সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত... বিস্তারিত