আইভীর জামিন আবেদন নাকচ, তবে কারাগারে ডিভিশন পাবেন সাবেক মেয়র

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১৭:৩৫:০৬
আইভীর জামিন আবেদন নাকচ, তবে কারাগারে ডিভিশন পাবেন সাবেক মেয়র

সত্য নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হত্যা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে কারাগারে তাঁকে 'ডিভিশন' সুবিধা দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এই আদেশ দেন।

ঘটনার পটভূমিএই মামলাটি দায়ের করা হয় সিদ্ধিরগঞ্জে একটি রাজনৈতিক সহিংসতার জেরে সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কয়েক বছর আগে একটি দাফন কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যেখানে একজন নিহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এ মামলায় সেলিনা হায়াৎ আইভীর নাম আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আদালতের সিদ্ধান্তনারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, “আইভী হত্যার একটি মামলায় জামিন আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা নাকচ করে দিয়েছেন। এখন তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

আইভীর আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “আমরা জামিন চেয়েছিলাম, তবে আদালত তা মঞ্জুর করেননি। তবে আইভীর সামাজিক মর্যাদা ও পেশাগত অবস্থান বিবেচনায় ডিভিশনের জন্য আবেদন করেছিলাম, যা আদালত মঞ্জুর করেছেন।”

তিনি আরও জানান, আইভীর চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আদালতে স্বাস্থ্য-সম্পর্কিত আবেদনও দাখিল করা হবে। আইনজীবী দল উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ