ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে ঘিরে ট্রল ঝড়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১৭:২৬:১৮
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে ঘিরে ট্রল ঝড়

সত্য নিউজ: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর থেকেই ভয়াবহ ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে কটাক্ষ করে চলেছে একদল ব্যবহারকারী। বিশেষত, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবর জানানোর পর থেকেই অশ্লীল ও আক্রমণাত্মক মন্তব্যে ভরে ওঠে তাঁর এক্স অ্যাকাউন্ট।

গতকাল রোববার (১১ মার্চ) সোশ্যাল মিডিয়াতে তোপের মুখে পড়েন তিনি। আজ সোমবার দুপুর ১২ টায়ও তাঁর এক্স অ্যাকাউন্টটি লক দেখা গেছে।

এই পরিস্থিতিতে বিক্রম মিশ্রি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসনিক সংগঠনগুলো। আইএএস ও আইপিএস কর্মকর্তারা এক্সে একাধিক পোস্টে এই ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়েছেন। তাঁদের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনে নিষ্ঠাবান কর্মকর্তাদের এমনভাবে আক্রমণ করা দুঃখজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

রাজনৈতিক ব্যক্তিরাও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এমপি আসাদউদ্দিন ওয়াইসি ও কংগ্রেস নেতা শচীন পাইলট–সহ অনেকেই মনে করছেন, প্রশাসনিক কর্মকর্তাদের নয়, রাজনৈতিক সিদ্ধান্তের জন্য দায় নিতে হবে নীতিনির্ধারকদেরই।

পাঠকের মতামত:

ট্যাগ: ট্রল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ