জুলাই ফাউন্ডেশন: সিইও-কোষাধ্যক্ষের পদত্যাগ চেয়ে মানববন্ধন

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১৫:২৩:৫০
জুলাই ফাউন্ডেশন: সিইও-কোষাধ্যক্ষের পদত্যাগ চেয়ে মানববন্ধন

সত্য নিউজ:জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা।

সোমবার (১২ মে) সকাল ১১টার দিকে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, ফাউন্ডেশনের নেতৃত্বে শহিদ পরিবারের সদস্যদের নিয়োগ না দেওয়া শহিদদের আত্মত্যাগকে অবমাননার শামিল।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ—ফাউন্ডেশনের বর্তমান নেতৃত্বে এমন ব্যক্তিরা রয়েছেন, যারা শহিদ পরিবারের কেউ নন এবং তাদের নিয়োগে রাজনৈতিক প্রভাব ও গোষ্ঠীগত স্বার্থ কাজ করেছে। তারা দাবি করেন, বর্তমান সিইও ও কোষাধ্যক্ষের কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে এবং তাদের দায়িত্ব পালনের ধরন ফাউন্ডেশনের মূল আদর্শ ও লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করছে।

শহিদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন বলেন,

“যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ তারা বিভিন্ন ধরনের পদে আছেন, আমাদেরকেই এখন অবমূল্যায়ন করা হচ্ছে। যত দিন যাবে, ততই পরিস্থিতি কঠিন হবে। তাই শহিদ পরিবারের সদস্যদেরই ফাউন্ডেশনের দায়িত্বে রাখতে হবে।”

বিক্ষোভকারীরা দাবি করেন, শহিদ পরিবারের প্রতিনিধিদের নেতৃত্বে না থাকলে ফাউন্ডেশনের কার্যক্রম জনআস্থার বাইরে চলে যাবে এবং তা শহিদদের স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচির দিকে তারা যেতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ৮ মে ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করেন, যা তিনি উচ্চশিক্ষার লক্ষ্যে নিজ উদ্যোগে বলে উল্লেখ করেন। তবে শহিদ পরিবার থেকে দাবি ওঠে, কেবল সিইও নয়, কোষাধ্যক্ষ পদেও পুনর্বিন্যাস প্রয়োজন, যেখানে শহিদ পরিবারের প্রতিনিধি নিয়োগ নিশ্চিত করা হবে।

বিশ্লেষকদের মতে, একটি শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নেতৃত্ব নিয়ে শহিদ পরিবার ও কর্তৃপক্ষের মধ্যে এ ধরনের দ্বন্দ্ব জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই এই বিষয়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সমাধান প্রয়োজন, যাতে শহিদদের আত্মত্যাগ যথাযথভাবে স্মরণ ও সম্মানিত হয়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ