বাঁশখালীতে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১২:৪২:৫১
বাঁশখালীতে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সবজিখেতে কর্মরত অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার, সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফিরোজ ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার বাড়ির প্রয়াত মো. এয়াকুব আলীর পুত্র। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শীলকূপ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রাশেদ নূরী। তিনি জানান, সোমবার সকালে মোহাম্মদ ফিরোজ তাঁর নিজ কাঁকরোলের (ছোট করলা) খেতে কৃষিকাজে নিয়োজিত ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জনাব রাশেদ নূরী আরও বলেন, "সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা এই দুঃখজনক সংবাদ পাই। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পারিবারিক কবরস্থানে তাঁর দাফনের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত:

ট্যাগ: বজ্রপাত

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ