বিডিআর নাম ফেরত চায় আন্দোলনকারীরা, তিন দফা দাবি নিয়ে রাজপথে

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৫:৪৪:৩২
বিডিআর নাম ফেরত চায় আন্দোলনকারীরা, তিন দফা দাবি নিয়ে রাজপথে

চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর সদস্যরা। সোমবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ মোড়ে জড়ো হন এবং রাস্তা অবরোধ করেন। ঘণ্টাব্যাপী অবস্থানের পর বিকেল ২টার পর আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না। তাদের দাবি, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পর নানা পর্যায়ে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত, কারাবন্দি বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তারা মূলত ষড়যন্ত্রের শিকার। দীর্ঘ ১৬ বছর ধরে তারা বিচার ও পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—(১) বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত সকল সদস্যকে পুনর্বহাল করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ ক্ষতিপূরণ দেওয়া; (২) পিলখানা ট্র্যাজেডির তদন্ত কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিয়ে সংশ্লিষ্ট বিধিনিষেধ বাতিল করা এবং নিরপরাধদের মুক্তি; (৩) অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন ও ঐতিহাসিক বাহিনীর নাম ‘বাংলাদেশ রাইফেলস’ পুনঃস্থাপন।

এই আন্দোলন শুধু চাকরি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা নয়, এটি বিচার, স্বীকৃতি ও সম্মানের দাবি হিসেবেও বিবেচিত হচ্ছে আন্দোলনকারীদের কাছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ