সেন্ট মার্টিন রক্ষায় আসছে ‘মাস্টারপ্ল্যান’, জানালেন উপদেষ্টা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৫:৩২:১৪
সেন্ট মার্টিন রক্ষায় আসছে ‘মাস্টারপ্ল্যান’, জানালেন উপদেষ্টা

সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারে একটি সমন্বিত ও টেকসই ‘মাস্টারপ্ল্যান’ প্রণয়নের চিন্তাভাবনা করছে সরকার। সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “সেন্ট মার্টিনের পরিবেশ ইতোমধ্যে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। দ্বীপটি রক্ষায় জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে দ্বীপটির জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য টিকিয়ে রাখতে চাই।”

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “সেন্ট মার্টিন নিয়ে এখন শঙ্কার কিছু নেই। দ্বীপটি টিকিয়ে রাখতে পারলে ভবিষ্যতের জন্য আশার আলো সৃষ্টি হবে। পরিবেশ রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা।”

এ সময় দেশের সকল শপিং সেন্টার শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, “পাট ও বস্ত্র মন্ত্রণালয় ইতোমধ্যে পাটের ব্যাগ উৎপাদনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফলে সাধারণ ভোক্তারাও সহজেই পরিবেশবান্ধব পাটের ব্যাগ সংগ্রহ করতে পারবেন।”

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া মব জাস্টিস বা গণপিটুনির ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, “এসব বর্বর ঘটনার বিরুদ্ধে আমরা দৃঢ় অবস্থানে আছি। এসব অপরাধ প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পরিবেশ ও সমাজ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। রাষ্ট্র ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠবে একটি বাসযোগ্য বাংলাদেশ।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ