মেঘনায় জেলেদের জালে বিশাল আইড়! দাম উঠল ১৮ হাজার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৫:২১:০২
মেঘনায় জেলেদের জালে বিশাল আইড়! দাম উঠল ১৮ হাজার

ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিরল আকৃতির এক বিশাল আইড় মাছ। যার ওজন ১৩ কেজি ২০০ গ্রাম। পরে মাছটি তুলাতুলি মৎস্য ঘাটে নিলামে বিক্রি হয় ১৮ হাজার ৩৩০ টাকায়। স্থানীয় আড়ৎদার মো. জসিম ব্যাপারী মাছটি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৩ জুন) দুপুরের দিকে মাছটি বিক্রির জন্য আনা হয় তুলাতুলি ঘাটে। এর আগে সকালবেলা দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় আলাউদ্দিন মাঝির নেতৃত্বে একটি ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। সঙ্গে থাকা অন্য জেলেদের সহযোগিতায় বিশাল আকৃতির এই আইড় মাছটি জাল থেকে তুলতে বেশ বেগ পেতে হয় বলে জানা গেছে।

পরে মাছটি নিয়ে আসা হয় তুলাতুলি মাছঘাটে। সেখানে এক উন্মুক্ত নিলামে আড়ৎদার ও ব্যবসায়ীদের মাঝে তুমুল প্রতিযোগিতা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. জসিম ব্যাপারী ১৮ হাজার ৩৩০ টাকায় মাছটি কিনে নেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, মাছটি বরিশালের পাইকারি বাজারে ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

তুলাতুলি ঘাটের অভিজ্ঞ মাছ ব্যবসায়ী মো. ইউনুছ জানান, এমন বিশাল আইড় মাছ সচরাচর দেখা যায় না। এটি নদীর গভীরতম অঞ্চলে বাস করে এবং সাধারণত বর্ষাকালেই ধরা পড়ে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “নিষিদ্ধ জাল ও প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ থাকায় নদীতে বড় মাছের সংখ্যা বাড়ছে। এটি তারই ফল। আইড় ও ইলিশসহ নদীর প্রাণবৈচিত্র্য রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এই ঘটনা শুধু জেলেদের মাঝে নয়, এলাকাবাসীর মধ্যেও চাঞ্চল্য সৃষ্টি করেছে। নদী আবার যেন ফিরে পাচ্ছে তার হারিয়ে যাওয়া ঐশ্বর্য।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ