প্রধান উপদেষ্টার কর্মসূচি

শাপলা অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১৪:০৮:৫৮
শাপলা অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিশু ও কিশোরদের মাঝে নেতৃত্বগুণ, সেবামূলক মনোভাব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটস আয়োজিত দেশব্যাপী কাব কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

সোমবার (২৩ জুন) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই কার্নিভালের সূচনা করেন এবং বিজয়ী স্কাউট সদস্যদের হাতে সম্মানজনক ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ তুলে দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, এ বছর বাংলাদেশ স্কাউটস সারা দেশের ৬৪ জেলা এবং সকল রেঞ্জে মোট ৫২৭টি স্থানে একযোগে কাব কার্নিভালের আয়োজন করেছে, যার মাধ্যমে প্রায় লক্ষাধিক ক্ষুদে স্কাউট সদস্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, “স্কাউটিং শুধু শৃঙ্খলা বা আনন্দ নয়, এটি একটি জীবনদর্শন। এই আন্দোলনের মাধ্যমে শিশুরা ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে উঠছে।” তিনি আশা প্রকাশ করেন, কাব স্কাউটদের এই উদ্যোগ আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বে অনুপ্রাণিত করবে।

শাপলা কাব অ্যাওয়ার্ড বাংলাদেশের স্কাউটিং আন্দোলনে সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতিগুলোর একটি, যা উল্লেখযোগ্য অবদান ও কার্যক্রমের জন্য প্রাথমিক পর্যায়ের স্কাউট সদস্যদের প্রদান করা হয়। এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত অসাধারণ কাব স্কাউটদের এই পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কমিশনার, কাব স্কাউটিং বিভাগের নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্কাউট সদস্যরা। সকলে প্রধান উপদেষ্টার উৎসাহব্যঞ্জক বক্তব্য এবং উপস্থিতি উদ্দীপনার সঙ্গে গ্রহণ করেন।

স্কাউটস কার্নিভাল ও শাপলা অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, সমাজসেবামূলক চিন্তা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ স্কাউটস এই কর্মসূচিকে আগামীতে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

-আরিফ, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ