জামালপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৩ ১২:৩৬:১৭
জামালপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতার নাম হাবিবুর রহমান (৩৮), তিনি জামালপুর শহরের শাহপুর এলাকার বাসিন্দা ও জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির প্রমাণিত অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় হাবিবুরকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন বলেন, “চাঁদাবাজির অপরাধের সত্যতা পাওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, হাবিবুরের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি মোহাম্মদ নজরুল ইসলাম চাঁদাবাজির অভিযোগ করেন। অভিযানের পর সদর থানায় মামলা দায়ের হয়ে আদালতের মাধ্যমে হাবিবুরকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ