চাঁদা না দিলে গুলি—সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ২৩:১৭:২২
চাঁদা না দিলে গুলি—সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি আরব প্রবাসীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী।

রোববার (২২ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। রাতে প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বিএনপির সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি শাহজাহান ভূঁইয়াসহ আরও ১০-১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী সোহরাব হোসেন কিছুদিন আগে দেশে ফিরে পুকুরে মাছ চাষের উদ্যোগ নেন। পুকুর সংস্কারের কাজ চলাকালে শাহজাহান ভূঁইয়া ও তার অনুসারীরা এসে সোহরাবের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রবাসী সোহরাব টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহানের নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ একদল লোক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে শাহজাহান ভূঁইয়া তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র তাক করে সোহরাবকে গুলি করে হত্যার হুমকি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।

অন্যদিকে, অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “ওই প্রবাসী পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলেছে। আমি বাধা দিতে গেলে উল্টো তার লোকজন আমাকে মারধর করে। আমার লাইসেন্সধারী বন্দুক পরিষ্কার করছিলাম, সেটি কেড়ে নিয়ে ছবি তুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, “ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ