সন্ত্রাস দমনে কড়া বার্তা!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ১১:১৯:২৬
সন্ত্রাস দমনে কড়া বার্তা!

সত্য নিউজ:সন্ত্রাস দমনে আইনকে আরও কঠোর ও সময়োপযোগী করতে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে বড় ধরনের সংশোধনী এনেছে বাংলাদেশ সরকার। জাতীয় সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশে উগ্রপন্থা ও জঙ্গি কার্যক্রমের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রশাসনকে নতুন ও স্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে।

রবিবার (১১ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। সংশোধিত আইনে সন্ত্রাসী সংগঠন বা ব্যক্তি নিষিদ্ধ করার পাশাপাশি তাদের যাবতীয় কার্যক্রম, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রচারণা ও জনসমক্ষে উপস্থিত থাকার মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, নতুন সংশোধনীতে ধারা ১৮-তে পরিবর্তন এনে রাষ্ট্র এখন কেবল সন্ত্রাসী সংগঠন বা সত্ত্বাকে নিষিদ্ধই নয়, তাদের সব ধরনের কার্যক্রম বন্ধে আইনগত ভিত্তি পেয়েছে। আর ধারা ২০-তে পরিবর্তনের ফলে, নিষিদ্ধ ঘোষণার পর সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের প্রচার, সংবাদ সম্মেলন, মিছিল, বক্তৃতা ইত্যাদি প্রতিরোধযোগ্য ও দণ্ডনীয় হবে।

এছাড়া সংশোধিত আইনে স্পষ্ট করা হয়েছে—এই নিষেধাজ্ঞা ইলেকট্রনিক, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রযোজ্য হবে। অর্থাৎ ডিজিটাল মাধ্যমেও উগ্র মতবাদ ছড়ানোর কোনো সুযোগ থাকছে না।

বিশেষজ্ঞদের মতে, এই আইন প্রয়োগে সফলতা পেলে দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে বড় অগ্রগতি অর্জিত হবে। তবে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দিকগুলো সঠিকভাবে নজরে রাখাও সমান জরুরি বলে মত দিয়েছেন তারা।

এই অধ্যাদেশ এখন কার্যকর হলেও, পরবর্তী সংসদ অধিবেশনে এটি পাস না হলে এর বৈধতা থাকবে না। ফলে রাজনৈতিক সদিচ্ছা ও সংসদীয় আলোচনার ওপরই নির্ভর করবে এর স্থায়িত্ব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ