পাটশাও গ্রামে ভোরে চাঞ্চল্য, আমগাছে ঝুলছে জামাই

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ১৬:১১:০৪
পাটশাও গ্রামে ভোরে চাঞ্চল্য, আমগাছে ঝুলছে জামাই

ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছে ঘরজামাইয়ের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার ধারণা পুলিশের

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির উঠোনের আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।

রোববার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। প্রায় সাত বছর আগে পাটশাও গ্রামের আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন মজনু।

স্থানীয় ইউপি সদস্য হারুন-উর রশিদ জানান, জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী, আবার কখনো রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন মজনু। পাশাপাশি তিনি মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করেন ইউপি সদস্য।

নিহতের স্ত্রী নাহিদার বরাতে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মজনু। রাতের কোনো এক সময়ে সকলের অগোচরে তিনি বাইরে বের হন। ভোরে তার শাশুড়ি বাড়ির উঠোনে থাকা একটি আমগাছের ডালে জামাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে ঘোড়াঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ