প্রিয় মানুষ হারিয়ে তিনি কাঁদলেন না—কারণটা শুনলে থমকে যাবেন আপনিও

শোক নয়, নীরব যন্ত্রণার পথে হাঁটলেন প্রিয়াংকা—বাবার মৃত্যুর পর যে অভূতপূর্ব সিদ্ধান্ত নেন তিনিবাবার চোখের মণি ছিলেন প্রিয়াংকা চোপড়া। তার হাতে আজীবনের স্মারক হয়ে লেখা ‘ড্যাডিজ লিটল গার্ল’ উল্কিটি যেন সেই মায়ারই প্রতীক। ২০১৩ সালে তার বাবা, অশোক চোপড়া যখন প্রয়াত হন, তখন পুরো বলিউডে ছিল প্রিয়াংকার জন্য সহানুভূতির ঢল। কিন্তু আশ্চর্যজনকভাবে—বাবার মৃত্যুর মাত্র ছয় দিনের মাথায় অভিনেত্রীকে দেখা যায় মায়ের জন্মদিন উদ্যাপন করতে। পার্টিতে হাস্যোজ্জ্বল প্রিয়াংকাকে দেখে অনেকেই সমালোচনায় মুখর হন।
তবে এই আচরণের পেছনে ছিল একান্ত পারিবারিক যন্ত্রণার অন্যরকম প্রকাশ। প্রিয়াংকা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কখনো প্রকাশ্যে কান্না করতে পারতেন না। তার অনুভূতি থাকলেও, তা কখনো নাটকীয় হয়ে ওঠেনি। বাবা-মায়ের স্নেহময় সংসারে বেড়ে ওঠা এই তারকা জানতেন—মায়েরও একইরকম মানসিক যন্ত্রণায় দগ্ধ হওয়া সত্ত্বেও মুখে হাসি রাখার দায়িত্ব রয়েছে।
শোককে জয় করার সেই যাত্রায় তিনি তার মা মধু চোপড়া এবং দাদা সিদ্ধার্থ চোপড়াকে নিয়ে পাড়ি জমান ব্রিটেনের এক নির্জন দ্বীপে। শুরুটা ছিল নিঃশব্দ, ভারী বাতাসের মতো। কেউ কারও সঙ্গে কথা বলছিলেন না। কিন্তু একসময় অনুভূতি নিজের পথ খুঁজে নেয়। তিনজনেই ধীরে ধীরে আবেগে ভাসেন, চোখের জলে ভাগ করে নেন একে অপরের কষ্ট।
প্রিয়াংকা বলেছিলেন, “আমার কাছে পরিবারই প্রথম। আমি বাইরে কাজ করতাম, আবার বাসায় ফিরে ভেঙে পড়তাম। কিন্তু চোখের জলে নয়—ভেতরের নীরব এক লড়াইয়ে।”
এই ঘটনা প্রমাণ করে, সকলের শোক প্রকাশের ধরন এক নয়। কেউ প্রকাশ্যে কান্নায় ভাঙেন, কেউ ভিতরে ভিতরে গড়ে তোলেন সহনশীলতার এক দুর্গ।
প্রেমিকা আনা দে আরমাসকে মহাকাশে বিয়ে করতে চান টম ক্রুজ!
অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। তাদের বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেলেও, অবশেষে শোনা যাচ্ছে যে প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টম।
তবে তাদের বিয়ের স্থান বা তারিখ কিছুই চূড়ান্ত হয়নি। ঘনিষ্ঠ মহল সূত্রে হলিউডে গুঞ্জন, তারকা যুগলের ইচ্ছে মহাকাশে বিয়ে করার। যদিও এই বিষয়ে টম বা আনা কেউই কোনো মন্তব্য করেননি।
রোমাঞ্চকর পরিকল্পনা
যদিও টম ও আনার বাগদান এখনও সম্পন্ন হয়নি এবং তারা তাদের সম্পর্ক নিয়েও প্রকাশ্যে মুখ খোলেননি, তবুও ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে টম আনাকে নিয়ে বড় কিছু ভাবছেন। শুধু তা-ই নয়, তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে চান তাদের বিশেষ মুহূর্ত।
৬৩ বছর বয়সী টম ক্রুজ মহাকাশ ভ্রমণ নিয়ে বেশ আগ্রহী। সূত্রের খবর অনুযায়ী, মহাকাশে বিয়ে করার বিষয়টি টমকে বেশ উচ্ছ্বসিত করেছে। স্পেসে গিয়ে শুধু বিয়ে নয়, স্কাই-ডাইভিং নিয়েও টম পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে।
চলতি বছরের শুরুতেই ৬৩ বছরের টম ক্রুজ এবং ৩৭ বছরের আনা দে আরমাসের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত জুলাইতে একসঙ্গে তাদের দেখা যায়। এখন তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান, পেছনে ফেললেন টেলর সুইফটকে
বলিউড বাদশাহ শাহরুখ খান এবার শোবিজ দুনিয়ায় সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকার স্থান দখল করেছেন। চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলিয়নিয়ার হয়েছেন।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, এই সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে। এই অর্জনের মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিলেন।
পেছনে ফেললেন আন্তর্জাতিক তারকাদের
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ বলা হয়েছে, ৫৯ বছর বয়সী শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তার সম্পদের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন বহু আন্তর্জাতিক তারকাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
টেলর সুইফট: (১.৩ বিলিয়ন মার্কিন ডলার)
আর্নল্ড শোয়ার্জনেগার: (১.২ বিলিয়ন মার্কিন ডলার)
জেরি সাইনফিল্ড: (১.২ বিলিয়ন মার্কিন ডলার)
সেলিনা গোমেজ: (৭২০ মিলিয়ন মার্কিন ডলার)
ভারতের ধনী তারকাদের তালিকায় ব্যবধান বাড়লোভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অপরিবর্তিত। তবে নতুন তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানের সঙ্গে তার ব্যবধান দিন দিন বাড়ছে। তার ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তার পরিবার ৭,৭৯০ কোটি রুপি নিয়ে পরবর্তী স্থানে রয়েছেন। হৃত্বিক রোশন প্রায় ২,১৬০ কোটি রুপির সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন।
প্রায় তিন দশক ধরে হিন্দি চলচ্চিত্রের শীর্ষে থাকা শাহরুখের সম্পদ বৃদ্ধি পেয়েছে তার বিভিন্ন সফল ছবির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগের কারণে।
বিজয় সমাবেশে পদদলন: শোকে মুষড়ে পড়েছেন অভিনেতা, ছেড়ে দিলেন খাওয়াদাওয়া
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। স্বজন হারানোর চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় শোকে মুষড়ে পড়ে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন থালাপতি বিজয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় অনুষ্ঠিত এই জনসমাবেশে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ১৭ জন নারী রয়েছেন। কর্মকর্তাদের বরাতে জানা যায়, এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভয়াবহ ঘটনায় থালাপতি বিজয় এতটাই মুষড়ে পড়েছেন যে, তিনি আর কিছুই খাচ্ছেন না।
মামলা, হুমকি ও তদন্ত
জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় ভারতীয় পুলিশ টিভিকের দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ এনে মামলা করেছে। সূত্র জানায়, টিভিকে এখন সিবিআই অথবা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চাইছে। আজ (সোমবার) আদালতে শুনানি হবে, এরপর বিজয়ের সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর দেখা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ইস্ট কোস্ট রোড (ইসিআর)-সংলগ্ন নীলঙ্কারাইয়ে বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপর সোমবার সেখানে নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ। হুমকি পেয়ে নিরাপত্তাকর্মীরা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলেন এবং ডগস্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল ব্যাপক তল্লাশি চালায়।
ক্ষতিপূরণ ও প্রতিক্রিয়া
বিজয় দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ৫১ বছর বয়সী এই অভিনেতা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে লিখেছেন, “আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বলিউডের শক্তিশালী কণ্ঠস্বর: নারী অধিকার ও পরিবেশ রক্ষায় সোচ্চার তারকারা
বলিউড মানেই কেবল ঝলমলে গ্ল্যামার, লালগালিচা আর ব্লকবাস্টার সিনেমা নয়—আজকের বলিউড তারকাদের অনেকেই প্রমাণ করছেন যে জনপ্রিয়তা সমাজে পরিবর্তন আনার শক্তিশালী হাতিয়ার হতে পারে। বিশেষ করে নারীরা তাঁদের তারকাখ্যাতিকে ব্যবহার করছেন সামাজিক সচেতনতা বাড়াতে, ইতিবাচক আলোচনা তৈরি করতে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে। নারী অধিকার, মানসিক স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা থেকে শুরু করে দারিদ্র্য ও শিক্ষার মতো বিষয়েও তাঁরা সক্রিয় ভূমিকা রাখছেন। এখানে দেখা যাক সেই বলিউড অভিনেত্রীদের, যারা সমাজে বাস্তব প্রভাব ফেলছেন এবং প্রমাণ করছেন—গ্ল্যামারের বাইরেও প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে প্রতিষ্ঠা পাওয়া গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া বহুদিন ধরেই শিশু অধিকার, শিক্ষার প্রসার ও নারী সমতার পক্ষে সোচ্চার। ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে তিনি আন্তর্জাতিক পরিসরে শিশুদের অধিকার রক্ষায় কাজ করছেন। তাঁর নির্ভীক অবস্থান ও বৈশ্বিক প্রচারণা তরুণ প্রজন্মকে সামাজিক কাজে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করছে।
হারনাজ কৌর সান্ধু
মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ কৌর সান্ধু সম্প্রতি বাঘি ৪ ছবিতে বলিউডে অভিষেক করলেও ইতোমধ্যেই নারীর ক্ষমতায়ন, মাসিক স্বাস্থ্য সচেতনতা এবং দেহ-ইতিবাচকতা বিষয়ে সরব হয়েছেন। তাঁর সরলতা, আত্মবিশ্বাস এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব তরুণদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস গড়ে তুলতে অনুপ্রাণিত করছে।
আলিয়া ভাট
জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও পিছিয়ে নেই। তাঁর উদ্যোগ Coexist প্রাণী কল্যাণ ও পরিবেশ সচেতনতার পক্ষে কাজ করছে। তরুণদের কাছে তিনি টেকসই জীবনধারাকে ট্রেন্ডি ও সহজলভ্য করে তুলছেন।
সুশমিতা সেন
সমাজের প্রচলিত ধারা ভেঙে অনেক আগে থেকেই নারীর স্বাধীনতা ও দত্তক গ্রহণের অধিকারের পক্ষে সোচ্চার সুশমিতা সেন। একক মা হিসেবে ও অনুপ্রেরণাদায়ী কণ্ঠস্বর হিসেবে তিনি তরুণদের সাহসিকতার সাথে নিজের জীবন বেছে নেওয়ার শক্তি যোগাচ্ছেন।
অনুষ্কা শর্মা
অভিনেত্রী ও প্রযোজক অনুষ্কা শর্মা প্রাণী অধিকার ও পরিবেশবান্ধব জীবনযাপনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। প্রাণী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্রচারাভিযানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি পরিবেশবান্ধব ফ্যাশন ও জীবনযাপনকে জনপ্রিয় করতে কাজ করছেন। তাঁর উদ্যোগ দেখিয়েছে, তারকার প্রভাব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
-শারমিন সুলতানা
গোপনে সাত পাকে বাঁধা পড়ছেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো
হলিউড সুপারস্টার সেলেনা গোমেজ এবং গায়ক বেনি ব্লাঙ্কো আজ (২৭ সেপ্টেম্বর) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোতে তাদের বিয়ের জমকালো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আয়োজিত এই তারকা যুগলের বিশেষ দিনে উপস্থিত থাকবেন প্রায় ১৭০ জন অতিথি, যার মধ্যে রয়েছেন একাধিক এ-লিস্ট তারকা।
জমকালো আয়োজন ও কঠোর গোপনীয়তা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিয়ের ভেন্যু ঘিরে সাজানো হয়েছে সাদা লাক্সারি টেন্ট, যার চারপাশে রয়েছে তালগাছ ও আউটডোর লাউঞ্জ। থাকবে ককটেল কর্নার এবং বিভিন্ন ধরনের বিশেষ খাবারের আয়োজন। পুরো বিয়ের পরিকল্পনা করছেন হলিউডের জনপ্রিয় ওয়েডিং প্ল্যানার মিন্ডি ওয়েইস।
অতিথিদের জন্য মন্টেসিটোর বিখ্যাত ‘এল এনকান্টো’ হোটেল বুক করা হয়েছে, যেখানে এক রাতের জন্য একটি কক্ষের ভাড়া প্রায় ৩,৫০০ ডলার।
বিয়ের ভেন্যুর নাম রাখা হয়েছে গোপন। অতিথিদের সঠিক লোকেশন জানানো হয়নি, বরং হোটেল থেকে শাটল বাসে তাদের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “এটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত কিন্তু অত্যন্ত গ্ল্যামারাস একটি আয়োজন। বিয়ের প্রতিটি পর্যায়েই সিকিউরিটি ও গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে।”
অতিথি তালিকায় যারা
এন্টারটেইনমেন্ট টুনাইট-এর এক প্রতিবেদন অনুযায়ী, সেলেনার সবচেয়ে কাছের বন্ধু টেলর সুইফট, মিডিয়া পারসোনালিটি প্যারিস হিলটন, ‘Only Murders in the Building’ সিরিজের সহ-অভিনেতা মার্টিন শর্ট এবং অ্যাশলি পার্ক বিয়েতে উপস্থিত থাকছেন। এছাড়া সেলেনার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং হলিউডের আরও বেশ কিছু তারকা মুখও অতিথি তালিকায় রয়েছেন।
বিয়ের একদিন আগে, ২৬ সেপ্টেম্বর, সেলেনা ও বেনি ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে রিহার্সাল ডিনার সম্পন্ন করেছেন।
অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’
৯৮তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক লিসা গাজীর ছবি ‘বাড়ির নাম শাহানা’। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এই ছবিটিকে চূড়ান্ত করেছে।
আজ (শনিবার) সকালে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
বাছাই প্রক্রিয়া ও অন্যান্য ছবি
সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য এই মাসের শুরুতে ছবি আহ্বান করেছিল বাংলাদেশের অস্কার কমিটি। নির্ধারিত সময় ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। জমা পড়া অন্য সিনেমাগুলো হলো—‘সাবা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে গত ১৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বাড়ির নাম শাহানা’।
২৪ ও ২৫ সেপ্টেম্বর জমা পড়া চলচ্চিত্রগুলোর স্ক্রিনিংয়ে অস্কার কমিটির সদস্যরা যাচাই-বাছাই ও পর্যালোচনা করেন।
বাড়ির নাম শাহানা’র পরিচিতি
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’য় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী-সহ আরও অনেকে।
আগে তথ্যচিত্র নির্মাণ করলেও লিসা গাজীর এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন।
গান ছাড়লেন তাহসান, ফাটল কি মিথিলা-সৃজিতের সংসারেও?
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান এবং অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার ব্যক্তিগত জীবন আবারও আলোচনার কেন্দ্রে। দীর্ঘ এগারো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৭ সালে তারা আলাদা হন। মিথিলা পরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন এবং সেখানেই আবাস গড়েন। অন্যদিকে, তাহসান চলতি বছরের শুরুতে আমেরিকা প্রবাসী রূপসজ্জাকর রোজাকে বিয়ে করেন।
তাহসানের গান ছাড়ার কারণ
অভিনয় ছাড়ার পর চলতি সপ্তাহে তাহসান ঘোষণা করেছেন, অস্ট্রেলিয়ায় তার কনসার্টটিই হবে শেষ কনসার্ট। অর্থাৎ গানকেও তিনি এবার বিদায় জানাচ্ছেন। এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ‘মেয়ের বড় হওয়া’। তাহসানের এই সিদ্ধান্ত নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখন দৃশ্যপটে হাজির হন মিথিলা।
মিথিলার হঠাৎ মন্তব্য ও গুঞ্জন
মিথিলা সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, সাবেক স্বামী তাহসানের দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানিয়েছিলেন। এত দিন পর মিথিলার এমন মন্তব্যের পর গুঞ্জন শুরু হয়েছে যে, সৃজিতের সঙ্গে তার সংসারে বাটন ধরেছে। এই গুঞ্জন আরও জোরদার হয়েছে কারণ, মিথিলা তাদের মেয়েকে কলকাতা থেকে ঢাকায় এনে একটি স্কুলে ভর্তি করিয়েছেন। এর ফলে অনেকেই মনে করছেন, তিনি হয়তো কলকাতা ছাড়ছেন এবং সৃজিতও তার জীবন থেকে অতীত হতে চলেছেন। কেউ কেউ মনে করছেন, পুরোনো স্মৃতি হাতড়ে মিথিলা নিজের মনকে সান্ত্বনা দিতে চাইছেন এবং তাহসানের প্রতিই তার টান বাড়ছে।
এদিকে, সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মিথিলা। ডক্টর উপাধি সঙ্গে নিয়ে তিনি আজ রাত ৯টায় মাছরাঙা টিভিতে পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হিসেবে হাজির হবেন। নারী ও শিশু অধিকার বিষয়ে বরাবরই সক্রিয় মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালে কাজ করছেন।
‘৭১ এ হারাইছি, আজকেও হারাবো’: চমক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের প্রত্যাশা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ম্যাচ নিয়ে তিনি সরব হয়েছেন। আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে টাইগাররা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
নিজের ফেসবুক পোস্টে চমক লিখেছেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাবো।” এরপর তিনি উল্লেখ করে দেন, বাংলাদেশ বনাম পাকিস্তান। অর্থাৎ আজকের ম্যাচ নিয়েই তিনি এমন ভবিষ্যৎবাণী করলেন।
অনুরাগীদের প্রতিক্রিয়া
চমকের পোস্টে অসংখ্য অনুরাগী মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আজ জিতবে ইনশাআল্লাহ।” কারো মন্তব্য, “বাঁচা-মরার লড়াইয়ে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায়। পাকিস্তানকে আজকে হারাতেই হবে। পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলব।” কেউ আবার পাল্টা খোঁচা দিয়ে লিখেছেন, “বাংলাদেশ আর পাকিস্তান এখন একই, আলাদা কিছু নেই।”
ম্যাচের সমীকরণ
আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই একটি অলিখিত ফাইনাল। আজ জিতলেই বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করবে। অন্যদিকে, পাকিস্তান জিতলে তারাই যাবে ফাইনালে। প্রথম দল হিসেবে ইতোমধ্যেই ভারত পৌঁছে গেছে ফাইনালে।
ভিকি-ক্যাটরিনার সুখবর: সালমানের নামে ভাইরাল হলো ভুয়া পোস্ট
বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণার পর থেকেই তাদের ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বইছে। এই আনন্দের মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে যে বলিউড সুপারস্টার সালমান খান নাকি এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভিকি-ক্যাটরিনার খবর ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সালমানের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে। এই পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে নানা রসিকতা ও আলোচনার ঝড় ওঠে। কেউ কেউ লিখেছেন, “ভাই পোস্ট করে মুছে ফেলেছেন।” আবার কেউ মন্তব্য করেছেন, “ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো।”
অনেক নেটিজেন সালমানের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন, কিন্তু পোস্টটির কোনো অস্তিত্ব নেই। তবুও এই ঘটনা ঘিরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বড়সড় কৌতূহল এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল চলছে।
পাঠকের মতামত:
- জিরো-ওয়েস্ট কুকিং’: সবজির খোসাও হবে সুস্বাদু রেসিপি
- দেশের মূল্যস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার ওপরে, সেপ্টেম্বরের চিত্র প্রকাশ করল বিবিএস
- বাবিলের অভিশাপ থেকে মায়ং-এর তন্ত্র: কালো জাদুর আদি ইতিহাস
- শেখ হাসিনার আতঙ্ক কমার বদলে উল্টো বেড়েই চলেছে: গোলাম মাওলা রনি
- মাত্র ৬০ সেকেন্ডে ৭০ তলা! চীনের হুইজিয়াং ব্রিজে প্রযুক্তি ও রোমাঞ্চের অবিশ্বাস্য মেলবন্ধন
- ৫০ বছরের সম্পর্ক: সৌদি আরবে সাধারণ কর্মী নিয়োগে ঐতিহাসিক চুক্তি সই
- বিসিবি নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা, পরিচালক পদে জয়ী যারা
- মেয়ে ও স্ত্রী রাজনীতিতে আসা নিয়ে কী ইঙ্গিত দিলেন তারেক রহমান?
- ঘুম থেকে উঠেই শরীর ব্যথা? হতে পারে ৫টি গুরুতর কারণ
- মানুষ হলে কোন ধর্ম বেছে নিত চ্যাটজিপিটি? কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরে বিশ্বে তোলপাড়!
- ঘুম না হলে ওষুধ নয়, মিলতে পারে সহজ ব্যায়ামে সমাধান
- এনসিপি নেতার হুঁশিয়ারি: ‘শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে বিকল্প নেই’
- ভোট দিয়েছেন তামিম? ফল ঘোষণার আগে নিজের অবস্থান জানালেন
- এ সপ্তাহেই অনেক ঘটনা ঘটবে: গুম মামলা নিয়ে চিফ প্রসিকিউটরের ইঙ্গিত
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
- আদালতে দণ্ড থেকে রাষ্ট্রপ্রধান: তিন রাষ্ট্রের সাক্ষী ড. ইউনূসের অবিশ্বাস্য জীবনগাঁথা
- ডিএসইতে সোমবারের লেনদেনের সারসংক্ষেপ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- ডিএসইতে সোমবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২ বছর: মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র
- আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন
- হংকং ম্যাচের আগে দেশে পৌঁছে যা বললেন হামজা
- নির্বাচনী আয়োজনে নতুন পদক্ষেপ, ভোটারদের বিশেষ অধিকার ফিরিয়ে দিচ্ছে ইসি
- আওয়ামী লীগের বিচার: ‘এ বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ’
- বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের প্রত্যাশা কী, জানালেন ভারতের পররাষ্ট্র সচিব
- চ্যাম্পিয়নের দুর্দিন: সেভিয়ার মাঠে ৪–১ গোলে হার বার্সেলোনার
- যুক্তরাষ্ট্র–রাশিয়া পরমাণু অস্ত্র চুক্তি: এক বছরের জন্য নবায়নের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি
- “যুদ্ধ চলতে পারে না আলোচনার সময়”— যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা ইসরায়েলকে
- আঞ্চলিক সহযোগিতায় নতুন দিগন্তে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক
- বিসিবি নির্বাচন আজ: নাটকীয় ঘটনাপ্রবাহে নিরবচ্ছিন্ন পদযাত্রা আমিনুল-বাহিনীর
- তারেক রহমানের ঘোষণা: “জনগণের নির্বাচনে আমি থাকব জনগণের মধ্যেই”
- নতুন পে স্কেলে বেতন কত বাড়তে পারে, জানাল কমিশন
- ৬ অক্টোবর, ২০২৫ (সোমবার) ঢাকা ও অন্যান্য বিভাগের নামাজের সময়সূচি
- ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে দ্বিতীয় দিনেও গাজায় হামলা অব্যাহত
- আধুনিক বিজ্ঞান ও কোরআনের আলোকে জিন: রহস্যময় অস্তিত্বের এক নতুন দিগন্ত!
- ‘শাপলা’ প্রতীক না দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে সারজিস আলমের হুঁশিয়ারি
- প্রবাসী আয়ে বড় চমক: সেপ্টেম্বরের রেমিট্যান্স নিয়ে এল সুখবর
- ঐকমত্য থাকলেও সংকট: বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব সনদ বাস্তবায়নে বাধা?
- সূর্যও যেখানে বামন: মহাবিশ্বের দানব নক্ষত্রদের সামনে আমাদের অস্তিত্ব কতটুকু?
- থাইরয়েডের সঙ্গে হতাশা: মানসিক স্বাস্থ্যের এই গোপন সংযোগটি জানুন
- মুক্তা থেকে রিয়েল এস্টেট: যেভাবে ৫০ বছরে মরুভূমিকে সম্পদে পরিণত করলো দুবাই
- সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে: সালাহউদ্দিন আহমদ
- ডেঙ্গু পরিস্থিতি চরম আকার ধারণ করল, একদিনের চিত্রে উদ্বেগ
- সভ্যতার সঙ্গমস্থল আফগানিস্তান: ইতিহাস, সংগ্রাম ও পুনর্জাগরণের এক দীর্ঘ যাত্রা
- রবার্ট ওপেনহাইমার: যে বিজ্ঞানীর হাতে তৈরি হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা!
- ব্রণ চেপে ফাটানো: হতে পারে যে ভয়াবহ রোগ, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- ‘পশুর মতো আচরণ’: ইসরায়েলে গ্রেটা থুনবার্গসহ কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ
- আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা
- মার্কিন প্রস্তাব নিয়ে উত্তাল তেল আবিব: জিম্মি মুক্তির দাবিতে হাজারো ইসরায়েলি, পাশে ট্রাম্প
- কোরআন অবমাননা: নর্থ সাউথ থেকে শিক্ষার্থী অপূর্ব পাল স্থায়ীভাবে বহিষ্কার
- বার্লিন সম্মেলন ১৮৮৪–৮৫: আফ্রিকা বিভাজনের রাজনীতি, অর্থনীতি ও উত্তরাধিকার
- রসুনের গোপন শক্তি: এক কোয়া কি সত্যিই শরীরকে বদলে দিতে পারে?
- সর্ব রোগের ঔষধ কালিজিরা’র আদ্যপ্রান্ত: ঐতিহ্য, বিজ্ঞান, ব্যবহার ও সতর্কতা
- ম্যালেরিয়া: কারণ, লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা
- স্মার্টফোন থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার ৩টি সহজ উপায়
- মেথি কি সত্যিই ‘সুপারফুড’? বিজ্ঞান, উপকার, ঝুঁকি ও খাওয়ার সেরা সময়
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ লুজার তালিকা প্রকাশ
- শ্বাসরুদ্ধকর জয়: শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
- ডিএসইতে মঙ্গলবার লেনদেন শেষে টপ গেইনার তালিকা প্রকাশ
- যে সাগরে কেউ ডুবে না, কেন সেখানে লুকিয়ে আছে এক অভিশপ্ত ইতিহাস?
- ল্যাপটপে পানি পড়লে কী করবেন? যে ৭টি কাজ ভুলেও করা উচিত নয়
- ঘৃতকুমারী বা অ্যালোভেরা: কাঁটাযুক্ত পাতার ভেতর লুকানো আরোগ্যের জেল
- টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরও ৫ পণ্য
- ডিএসইতে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত দিল মঙ্গলবারের লেনদেন
- রহস্যময় পাণ্ডুলিপি কোডেক্স জাইগাস: কেন এটি ‘শয়তানের বাইবেল’ নামে পরিচিত?