প্রিয় মানুষ হারিয়ে তিনি কাঁদলেন না—কারণটা শুনলে থমকে যাবেন আপনিও

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২২ ১৫:০৭:১০
প্রিয় মানুষ হারিয়ে তিনি কাঁদলেন না—কারণটা শুনলে থমকে যাবেন আপনিও

শোক নয়, নীরব যন্ত্রণার পথে হাঁটলেন প্রিয়াংকা—বাবার মৃত্যুর পর যে অভূতপূর্ব সিদ্ধান্ত নেন তিনিবাবার চোখের মণি ছিলেন প্রিয়াংকা চোপড়া। তার হাতে আজীবনের স্মারক হয়ে লেখা ‘ড্যাডিজ লিটল গার্ল’ উল্কিটি যেন সেই মায়ারই প্রতীক। ২০১৩ সালে তার বাবা, অশোক চোপড়া যখন প্রয়াত হন, তখন পুরো বলিউডে ছিল প্রিয়াংকার জন্য সহানুভূতির ঢল। কিন্তু আশ্চর্যজনকভাবে—বাবার মৃত্যুর মাত্র ছয় দিনের মাথায় অভিনেত্রীকে দেখা যায় মায়ের জন্মদিন উদ্‌যাপন করতে। পার্টিতে হাস্যোজ্জ্বল প্রিয়াংকাকে দেখে অনেকেই সমালোচনায় মুখর হন।

তবে এই আচরণের পেছনে ছিল একান্ত পারিবারিক যন্ত্রণার অন্যরকম প্রকাশ। প্রিয়াংকা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কখনো প্রকাশ্যে কান্না করতে পারতেন না। তার অনুভূতি থাকলেও, তা কখনো নাটকীয় হয়ে ওঠেনি। বাবা-মায়ের স্নেহময় সংসারে বেড়ে ওঠা এই তারকা জানতেন—মায়েরও একইরকম মানসিক যন্ত্রণায় দগ্ধ হওয়া সত্ত্বেও মুখে হাসি রাখার দায়িত্ব রয়েছে।

শোককে জয় করার সেই যাত্রায় তিনি তার মা মধু চোপড়া এবং দাদা সিদ্ধার্থ চোপড়াকে নিয়ে পাড়ি জমান ব্রিটেনের এক নির্জন দ্বীপে। শুরুটা ছিল নিঃশব্দ, ভারী বাতাসের মতো। কেউ কারও সঙ্গে কথা বলছিলেন না। কিন্তু একসময় অনুভূতি নিজের পথ খুঁজে নেয়। তিনজনেই ধীরে ধীরে আবেগে ভাসেন, চোখের জলে ভাগ করে নেন একে অপরের কষ্ট।

প্রিয়াংকা বলেছিলেন, “আমার কাছে পরিবারই প্রথম। আমি বাইরে কাজ করতাম, আবার বাসায় ফিরে ভেঙে পড়তাম। কিন্তু চোখের জলে নয়—ভেতরের নীরব এক লড়াইয়ে।”

এই ঘটনা প্রমাণ করে, সকলের শোক প্রকাশের ধরন এক নয়। কেউ প্রকাশ্যে কান্নায় ভাঙেন, কেউ ভিতরে ভিতরে গড়ে তোলেন সহনশীলতার এক দুর্গ।


আমার ছেলেকে ভালোবাসবেন: আরিয়ানের প্রথম কাজ নিয়ে শাহরুখ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২১ ২১:৫২:৫৪
আমার ছেলেকে ভালোবাসবেন: আরিয়ানের প্রথম কাজ নিয়ে শাহরুখ
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খান সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। এর কারণে তাকে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়েছে। সম্প্রতি ছেলের আসন্ন ওয়েবের সিরিজের প্রচার অনুষ্ঠানে এসে অভিনেতা নিজেই এ খবর নিশ্চিত করেন।

শাহরুখ বলেন, ‘একটু বড় রকমের অস্ত্রোপচারই হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।’ তিনি রসিকতা করে বলেন, ‘এমনিতে আমি অধিকাংশ কাজ তো একহাতেই করি। একহাতেই খাই। একহাতেই দাঁত মাজি। আবার পেছনে চুলকোলে, একহাতেই সেটা মিটিয়ে নিই।’

তিনি জানান, দুই হাত না থাকায় সমস্যা একটাই। দর্শকদের পছন্দের সেই চেনা ভঙ্গিতে দুই হাত মেলে ধরতে পারছেন না তিনি। তবে মন থেকে দর্শকদের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে বলে জানান এই অভিনেতা।

ছেলের প্রতি ভালোবাসা দেওয়ার জন্য দর্শকদের প্রতি আর্জি জানিয়ে শাহরুখ বলেন, ‘আমার পুত্রকেও ভালোবাসবেন, ঠিক যেমনভাবে আমাকে ভালোবেসেছেন। তিনি বলেন, আজ খুব বিশেষ দিন। এ দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালোবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।’

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সিরিজের ঝলক দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এটি আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ। এই সিরিজের প্রযোজনা করেছেন আরিয়ানের মা গৌরী খান। মুক্তিপ্রাপ্ত ঝলকে পরিচালককেও দেখা গেছে। এইদিন মঞ্চে বাবা, মা ও পুত্র—তিনজনকেই একসঙ্গে দেখা যায়।

/আশিক


আধুনিক দাম্পত্যের জটিলতাকে মজাদার ভঙ্গিতে উপস্থাপন: ‘স্প্লিটসভিল’

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২১ ১২:৪৪:৩৯
আধুনিক দাম্পত্যের জটিলতাকে মজাদার ভঙ্গিতে উপস্থাপন: ‘স্প্লিটসভিল’
ছবিঃ সংগৃহীত

কমেডি সিনেমা নিয়ে হলিউডের সমালোচকদের হতাশা কাটিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছে হাস্যরস। এই ধারায় নতুন সংযোজন হিসেবে এসেছে মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো ও কাইল মারভিনের সিনেমা ‘স্প্লিটসভিল’। সম্প্রতি প্রকাশিত ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, সিনেমাটি দর্শকদের ২০০৭ সালের সোনালি সময়ের কমেডি সিনেমার কথা মনে করিয়ে দেবে।

কোভিনো ও মারভিনের প্রথম সিনেমা ‘দ্য ক্লিম্ভ’-এর পর এবার তারা সম্পর্ক ও বিবাহবিচ্ছেদের মিশেলে একটি ভিন্নধর্মী গল্প বেছে নিয়েছেন। ‘স্প্লিটসভিল’ সিনেমার গল্প শুরু হয় বিবাহবিচ্ছেদ দিয়ে, মাঝখানে চলে নানা হাস্যকর ঝামেলা এবং শেষে আবার একসঙ্গে থাকার সম্ভাবনা ফিরে আসে। গল্পের শুরুতেই স্কুলশিক্ষক কেয়ারি (কাইল মারভিন) তার স্ত্রী অ্যাশলির (আদ্রিয়া আরজোনা) সঙ্গে সমুদ্রতীরের একটি বাড়ির দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় জানতে পারেন, অ্যাশলি অন্য এক সম্পর্কে জড়িয়েছেন এবং তার সঙ্গে আর থাকতে চান না।

এই দম্পতির গন্তব্য ছিল কেয়ারির পুরোনো বন্ধু পল (মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো) ও তার স্ত্রী জুলি (ডাকোটা জনসন)-এর বাড়িতে। এই দম্পতি নিজেদের সুখী সম্পর্কের রহস্য হিসেবে ‘ওপেন ম্যারিজ’ পদ্ধতিকে বেছে নিয়েছিলেন। বাইরে থেকে সুখী মনে হলেও তাদের সম্পর্কের ভেতরেও ছিল অস্থিরতা। ফলস্বরূপ, কেয়ারি ও জুলির মধ্যে নতুন সম্পর্ক গড়ে ওঠে, আর পল প্রতিশোধ নিতে অ্যাশলিকে প্রলুব্ধ করেন। এরই মধ্যে অ্যাশলির জীবনে একের পর এক নতুন প্রেমিক আসেন, যাদের সঙ্গে কেয়ারির এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। এভাবে চারজনের সম্পর্ক একসময় জটিল হয়ে দাঁড়ায়।

প্রকাশিত ট্রেলারে দেখা যায়, সিনেমাটিতে শুধু সংলাপ নয়, প্রতিটি দৃশ্যেই কোভিনো-মারভিন জুটি যোগ করেছেন ভিজ্যুয়াল চমক। তারা জানেন, শুধু সংলাপ দিয়ে দর্শকদের হাসানো কঠিন। তাই ক্যামেরার ভিন্ন ভিন্ন ফ্রেমিং এবং গতি ব্যবহার করে তারা গল্পকে একদিকে বাস্তবসম্মত করেছেন, অন্যদিকে হাস্যরস তৈরি করেছেন।

অভিনেতা ডাকোটা জনসন এবং আদ্রিয়া আরজোনা তাদের চরিত্রগুলোকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, তারা পুরুষ সহ-অভিনেতাদেরও ছাড়িয়ে গেছেন। জনসন তার স্বাভাবিক সংযত ভঙ্গিমার বাইরে গিয়ে অভিনয় করেছেন, অন্যদিকে আরজোনা তার চরিত্রকে দুর্দান্তভাবে উপস্থাপন করেছেন। ‘স্প্লিটসভিল’ দেখার পর মনে হয়, হলিউডের বড়পর্দার কমেডি এখনও বেঁচে আছে এবং নতুন মোড় নিয়েছে। কোভিনো ও মারভিনের এই ছবিটি শুধু দর্শকদের হাসানোর জন্য তৈরি হয়নি, বরং সমসাময়িক দাম্পত্যের জটিলতাকে মজার ভঙ্গিতে বিশ্লেষণ করেছে।

/আশিক


কবরের ভেতর ভয়ংকর অভিজ্ঞতা: ‘খোয়াবনামা’ নিয়ে মুখ খুললেন তৌসিফ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২০ ১৬:৫৮:২২
কবরের ভেতর ভয়ংকর অভিজ্ঞতা: ‘খোয়াবনামা’ নিয়ে মুখ খুললেন তৌসিফ

কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি—ভয় ধরানো এই পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’। এই অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া পোস্টার ছোটবেলার ‘কবরের আজাব’-এর মতো আতঙ্কের স্মৃতি উসকে দিয়েছে দর্শকদের মনে, যা নিয়ে চলছে তুমুল আলোচনা।

বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত ভিকি জাহেদ। তাই তার আসন্ন এই নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খোয়াবনামা মানে স্বপ্নের আখ্যান, স্বপ্নের ব্যাখ্যা। গল্পের প্রয়োজনেই এই নাম রাখা হয়েছে। এটি একটি রোমান্স-ট্র্যাজেডি জনরার কাজ। আমার বিশ্বাস, গল্পের শেষ দৃশ্যে দর্শক আবেগতাড়িত হয়ে পড়বেন।’ তিনি আরও বলেন, ‘ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তাই এই প্রজেক্টটা আমার জন্য বেশ স্পেশাল।’

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তানজিন তিশা বলেন, ‘খোয়াবনামা-তে আমার চরিত্রের নাম রূপা। গল্পটা প্রথমবার পড়েই আমার পছন্দ হয়ে গিয়েছিল। রূপা চরিত্রের গ্রাফটা খুব আনপ্রেডিক্টেবল ছিল, তাই পারফরম্যান্সটাও চ্যালেঞ্জিং ছিল। এখানে দর্শকরা ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টের সাথে পাবেন মায়াবী এক গল্প।’

এর আগে কেন্দ্রীয় চরিত্রের আরেক শিল্পী তৌসিফ মাহবুব জানিয়েছিলেন, এই কাজটি করতে গিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়েছিলেন। রাত ৩টার সময় তাকে কবরে শুতে হয়েছে এবং জলজ্যান্ত সাপ তার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়া নিয়ে তিনি বলেন, ‘মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। খোয়াবনামা করতে গিয়ে আমাকে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে।’

ক্যাপিটাল ড্রামা জানিয়েছে, আগামী ২৮ আগস্ট ‘খোয়াবনামা’ নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

/আশিক


কিং খানের নিরাপত্তা ঘিরে নতুন প্রশ্ন, মান্নাতের গেটে সন্দেহজনক অনুপ্রবেশ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২০ ০৯:৪৯:২৮
কিং খানের নিরাপত্তা ঘিরে নতুন প্রশ্ন, মান্নাতের গেটে সন্দেহজনক অনুপ্রবেশ
ছবিঃ সংগৃহীত

মুম্বাই সফরে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ দেখা অনেক ভক্তের জন্য এক ধরনের স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতা। সাধারণত ভক্তরা দূর থেকেই এই বাড়িটির ঝলক দেখতে ভিড় করেন। তবে সম্প্রতি এক তরুণ ভক্ত অভিনব এক কৌশল অবলম্বন করে সরাসরি বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

ঘটনাটির নায়ক শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তাকে দেখা যায় মান্নাতের বাইরে দাঁড়িয়ে কিং খানের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করতে। তবে তিনি বুঝতে পারেন, একজন সাধারণ ভক্ত হিসেবে সরাসরি গেট পেরোনো সম্ভব নয়। তাই তিনি এক ভিন্নধর্মী পরিকল্পনা করেন।

শুভম নিজেই অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন। একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখ খানের নামে। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানাই। কিছুক্ষণ পর যখন প্রকৃত ডেলিভারি কর্মী এসে পৌঁছান, শুভম কৌশলে তাকে রাজি করিয়ে ডেলিভারির ব্যাগ সংগ্রহ করেন। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের প্রধান গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই খাবার পৌঁছে দিতে এসেছেন।

কিন্তু শাহরুখ খানের বাড়ির কঠোর নিরাপত্তা এত সহজে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয় না। গেটের প্রহরীরা প্রথমে শুভমকে প্রধান দরজা থেকে ফিরিয়ে দিয়ে পেছনের একটি দরজা ব্যবহার করতে বলেন। এতে তিনি আশান্বিত হয়ে সেখানে যান, তবে পেছনের গেটেও তাকে থামানো হয়। প্রহরীরা অর্ডারকারীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। শুভম ফোন করার চেষ্টা করলেও কোনো উত্তর পাননি।

অভিজ্ঞ নিরাপত্তাকর্মীরা দ্রুতই বিষয়টি বুঝতে পারেন। তারা মনে করেন এটি কেবলই একটি মজার কাণ্ড। এমনকি এক প্রহরী রসিকতার ছলে বলেন, “শাহরুখ খান যদি সত্যিই কফি অর্ডার করতেন, তাহলে কফি নির্মাতারা এসে তাঁর সামনে নাচতে শুরু করত।” এভাবেই শুভমের অভিনব কৌশল ধরা পড়ে যায়।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে দেখলেও, অনেকে আবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সব মিলিয়ে ঘটনাটি শাহরুখ খানের ভক্তদের পাগলামি ও ভালোবাসার এক মজাদার উদাহরণ হিসেবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


জাল টাকার শিকার রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসের ভালোবাসার পরশ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৯ ১৮:৩২:৩৪
জাল টাকার শিকার রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাসের ভালোবাসার পরশ
চিত্রনায়িকা অপু বিশ্বাস, (ডানে) গরু বিক্রেতা রইস উদ্দিনের গ্রামের বাড়িতে অভিনেত্রী। কোলাজ: ইত্তেফাক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে প্রতারিত হওয়া বৃদ্ধ রইস উদ্দিন ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন। আর তার আমন্ত্রণে চিত্রনায়িকা অপু বিশ্বাস মঙ্গলবার (১৯ আগস্ট) তার গ্রামের বাড়িতে যান।

অপু বিশ্বাসের ফেসবুক আইডি থেকে করা এক লাইভে দেখা যায়, অপু বিশ্বাস রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করছেন এবং রইস উদ্দিন তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। এ সময় আশেপাশে বহু উৎসুক জনতা ভিড় করে।

লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।’ বহু ভক্ত ও অনুরাগী অপুর এই লাইভে মন্তব্য করে তাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানান।

কোরবানি ঈদে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন আলোচনায় আসেন। উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে তিনি ১ লাখ ২৩ হাজার টাকা পান, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। এই প্রতারণার শিকার হয়ে অসহায় রইস উদ্দিনের কান্না সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

প্রথমে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামক একটি সংগঠন তার পাশে দাঁড়ায় এবং তাকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা করে। পরবর্তীতে অপু বিশ্বাসের অর্থায়নে এবং উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ জুলাই রইস উদ্দিন ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান।

/আশিক


কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনে মঞ্চ মাতাবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৯ ১৮:০০:১৬
কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনে মঞ্চ মাতাবেন জায়েদ খান
জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেতা।

কানাডার মন্ট্রিয়েলে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলনটি আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জায়েদ খান ৩১ আগস্ট পারফর্ম করবেন।

জায়েদ খান জানান, ‘২৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯-৩১ আগস্ট। এটি একটি বড় আয়োজন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্মানের। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। গান হবে, নাচ হবে সেই সঙ্গে সবার সঙ্গে আড্ডাও হবে।’

জানা গেছে, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় এই সংগঠনের সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন। এছাড়াও, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে উপস্থাপক হিসেবেও তাকে দেখা যাচ্ছে।

/আশিক


সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি: দুরেফিশান সেলিমের সাহসী মন্তব্য

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৯:২৫:২৭
সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি: দুরেফিশান সেলিমের সাহসী মন্তব্য
ছবি: সংগৃহীত

বিনোদন জগতে টিকে থাকার জন্য শারীরিক গড়ন ঠিক রাখার যে চাপ থাকে, তাকে বুড়ো আঙুল দেখিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, তার কাছে ফিটনেস মানে কেবল রোগা থাকা নয়, বরং ভেতর থেকে সুস্থ এবং আত্মবিশ্বাসী থাকা।

সাক্ষাৎকারে দুরেফিশান বলেন, ‘আমি কখনোই মনে করিনি যে, ইন্ডাস্ট্রির জন্য আমাকে নিজেকে বদলাতে হবে। আমার চেহারা বা ফিগার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমার আত্মবিশ্বাস কখনো নড়বড়ে হয়নি।’

তিনি জানান, শোবিজে টিকে থাকা তার জন্য সহজ ছিল না। সহকর্মীদের কাছ থেকে নানা কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি নিজের প্রতি সৎ ছিলেন এবং তথাকথিত সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপেননি। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ নারীর গঠন তার মতোই, তাই তিনি চান তার চরিত্রগুলো যেন বাস্তব জীবনের নারীদের প্রতিচ্ছবি হয়।

দুরেফিশান আরও বলেন, ‘অনেকেই আমাকে বলেন, আমাকে নাকি অভিনেত্রীর মতো লাগে না, বরং সাধারণ নারীর মতো দেখায়। এটা শুনে মনে হয় আমি ঠিক পথে আছি। দর্শকরা নিজেদের প্রতিচ্ছবি পর্দায় দেখতে পান—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

তিনি প্রশ্ন রাখেন, ‘নাটকে আমরা সব ধরনের প্রেমের গল্প দেখাই, কিন্তু অভিনেত্রীদের কেন এক নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়?’ তবে তিনি জানান, শৈশব থেকেই পরিবার থেকে পাওয়া ইতিবাচক পরিবেশ তাকে এসব চাপ থেকে দূরে রেখেছে।

দুরেফিশানের এই সাহসী মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তার কথায় অনেক নারীই নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাচ্ছেন। তার বক্তব্য স্পষ্ট—সৌন্দর্য কোনো নির্দিষ্ট ফিগারে সীমাবদ্ধ নয়, বরং আত্মবিশ্বাসই সবচেয়ে আকর্ষণীয় গুণ।

/আশিক


এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৯:১১:৫০
এবার বিশ্বমঞ্চে হানিয়া আমির,পাকিস্তানের জন্য গৌরবের নতুন অধ্যায়
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান দখল করে বিশ্বমঞ্চে পাকিস্তানের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন অভিনেত্রী হানিয়া আমির। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) ২০২৫ সালের এই মর্যাদাপূর্ণ তালিকাটি প্রকাশ করেছে।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস, যিনি ‘গিফটেড’ ও ‘গোস্টবাস্টারস : আফটারলাইফ’-এর মতো সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে পঞ্চম স্থানে আছেন কৃতি স্যানন। চীনের জনপ্রিয় তারকাদের মধ্যে দিলরাবা দিলমুরাতও এই তালিকায় স্থান পেয়েছেন।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির উর্দু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে তার কাজের জন্য সুপরিচিত। তার আকর্ষণীয় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে তিনি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। আইএমডিবির এই তালিকা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, তারকাদের প্রতিভা, জনপ্রিয়তা ও দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করে তৈরি করা হয়েছে। এই তালিকায় ভারত ও চীন থেকে একজন করে এবং পাকিস্তান থেকে হানিয়া আমির স্থান পেয়েছেন।


১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৭ ১৬:১২:০৯
১৪.৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে আর্টসেলেকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের

রক ব্যান্ডদল আর্টসেল এবং এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই আলটিমেটাম দেন।

আম্মার তার পোস্টে আর্টসেলকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ উল্লেখ করে লেখেন, “ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।” তিনি মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং এই টাকা না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। আম্মারের অভিযোগ, ব্যান্ডটির ম্যানেজার এটিকে ‘চাঁদাবাজি’ হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তাদের কাছে তথ্য আছে যে আর্টসেল “নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে।”

এদিকে, এ বিষয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন জানান, “সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সময়মতো সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানাব।” তিনি আরও বলেন, “আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে তো আর কোনো কিছু করা সম্ভব নয়।”

গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু কনসার্টের আগের রাতে হঠাৎই তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কনসার্ট বাতিলের কথা জানায়। এতে আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন এবং আয়োজকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

পাঠকের মতামত: