চট্টগ্রাম বন্দর কার হাতে যাবে? উঠছে বড় প্রশ্ন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২১ ২০:১৬:৫৮
চট্টগ্রাম বন্দর কার হাতে যাবে? উঠছে বড় প্রশ্ন

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দেয়ার প্রক্রিয়াকে “ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল” বলে উল্লেখ করেছেন। শনিবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজন করেছিল এই সভা।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “মোহাম্মদ ইউনূসের ভাষায় ডিপি ওয়ার্ল্ড বিশ্বের সেরা অপারেটর। কিন্তু প্রশ্ন হলো, তাঁর ব্যক্তিগত স্বার্থ কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বার্থ থাকতেই পারে, কিন্তু মোহাম্মদ ইউনূস কেন এই বিষয়ে আগ্রহী, তা তদন্তের দাবি রাখে।” তিনি আরও বলেন, “বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্তে জাতীয় স্বার্থ বিবেচনা হয়নি।”

সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম বন্দরের পঞ্চম বৃহত্তম টার্মিনাল অপারেটর হিসেবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে (পিপিপি) জিটুজি ভিত্তিতে টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে। তবে এই প্রক্রিয়ার বিরুদ্ধে বন্দরের শ্রমিক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরেই প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “দেশ এলএনজি আমদানিনির্ভর হয়ে পড়েছে, তেল-গ্যাস অনুসন্ধানে কোনো পদক্ষেপ নেই। বিদেশি কোম্পানির হাতে বন্দরের দায়িত্ব তুলে দেয়ার ফলে দেশের অর্থনৈতিক স্বাধীনতা সংকুচিত হচ্ছে। আমাদের নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে, অন্য দেশের ওপর নির্ভরশীলতায় সমস্যা বাড়বে।”

তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে গোপন চুক্তির স্বচ্ছতা দাবি করেন এবং বলেন, “প্রাণ প্রকৃতি বিনাশকারী ক্ষতিকর চুক্তিগুলো জাতীয় পর্যায়ে উন্মুক্ত করতে হবে। ড. ইউনূস কেন এগুলো প্রকাশ করছেন না, সেটাও প্রশ্নবিদ্ধ।”

এছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। “রামপাল ও রূপপুর প্রকল্প নিয়ে আগে যেমন সমালোচনা করা যেত, এখন মোহাম্মদ ইউনূসের ওপর প্রশ্ন তোলা নিয়েই বিরূপ মনোভাব তৈরি হচ্ছে, যা অগ্রহণযোগ্য।”

বিদেশি বিনিয়োগ নিয়ে প্রশ্ন করতে না দেওয়া ও আস্থাহীনতার বিষয়টি প্রাসঙ্গিক বলে মনে করেন আনু মুহাম্মদ। তিনি বলেন, “বিনিয়োগের উদ্দেশ্য ও ভবিষ্যত প্রভাব যাচাই হওয়া প্রয়োজন। তবে এ নিয়ে প্রশ্ন তোলা মানা হওয়ার প্রবণতা দেশের জন্য ক্ষতিকর।”

তিনি জানান, আগামী ২৭ ও ২৮ জুন চট্টগ্রাম বন্দরের ইজারা ও বিদেশি কোম্পানির ভূমিকা নিয়ে বিভিন্ন বামপন্থী দলসহ একটি জাতীয় মঞ্চ গঠন করা হবে। তারা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ করবেন। সফলতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় প্রকৌশলী কল্লোল মোস্তফা বলেন, “ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ পর্যাপ্তভাবে বিবেচনা হয়নি। দক্ষতা নিশ্চিত করতে শুধু বিদেশি অপারেটর আনলেই হবে না; অবকাঠামো, জনবল ও সুশাসন নিশ্চিত করতে হবে।”

লেখক ও গবেষক ড. মাহা মির্জা বলেন, “কৌশলগত খাতে বেসরকারিকরণ আয়বৈষম্য বাড়িয়েছে, শ্রমবাজার সংকুচিত করেছে এবং সামাজিক অসন্তোষ সৃষ্টি করেছে।”

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দরের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহার, বন্দর কর্তৃপক্ষের সাবেক অতিরিক্ত সচিব মো. জাফর আলম প্রমুখ।

—আশিক নিউজ ডেস্ক


প্রবাসী ভোটে নতুন রেকর্ড শীর্ষে যে দুই দেশ

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৪ ১২:১৬:৪০
প্রবাসী ভোটে নতুন রেকর্ড শীর্ষে যে দুই দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট অংশগ্রহণের প্রথম ধাপে নিবন্ধন ব্যাপক সাড়া ফেলেছে। চালুর পাঁচ দিনের মাথায় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ২০ হাজার ৩৮৫ জন প্রবাসী বাংলাদেশি। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ায় অবস্থানকারী ভোটাররা, আর আসনভিত্তিক তালিকায় শীর্ষে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন।

নির্বাচন কমিশনের নিবন্ধন অ্যাপ portal ocv gov bd report এ দেখা যায়, পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়। রোববার মধ্যরাত থেকে যুক্ত হয়েছে উত্তর আমেরিকা ও ওশেনিয়ার দেশগুলোও। সব মিলিয়ে ৭১টি দেশে প্রবাসী বাংলাদেশিরা এখন নিবন্ধন করছেন, এবং ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। এর আগে রোববার মধ্যরাতে এই পর্ব শেষ হওয়ার কথা থাকলেও সাড়া বিবেচনায় আরও পাঁচ দিনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান বলেন, যুক্তরাষ্ট্র ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোতে রোববার রাত থেকে নিবন্ধন শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতেও নিবন্ধন সময়সীমা বাড়ানো হয়েছে। তিনি জানান, বিভিন্ন অঞ্চলভিত্তিক ধাপে ধাপে এই নিবন্ধন কর্মসূচি চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর পর থেকে প্রবাসীদের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করা গেছে। ১৯ নভেম্বর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২০ হাজার ৩৮৫ জন নিবন্ধন করেন, যার মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৪ জন, এবং বাকিরা নারী। দেশভিত্তিক হিসাবে দক্ষিণ কোরিয়া শীর্ষে রয়েছে ৭ হাজার ৯৯০ জন নিবন্ধনের মাধ্যমে। দ্বিতীয় স্থানে জাপান ৫ হাজার ৩১ জন, এরপর দক্ষিণ আফ্রিকা ৩ হাজার ১৮০ জন, এবং চীন ১ হাজার ৪০৮ জন।

জেলাভিত্তিক তথ্য বলছে, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা জেলার নিবন্ধন ২ হাজার ৩৪৮ জন। এরপর কুমিল্লা ১ হাজার ৬৬১ জন, নোয়াখালী ১ হাজার ৪০১ জন, এবং চাঁপাইনবাবগঞ্জ ৯৯৯ জন।

আসন অনুযায়ী নিবন্ধন তালিকায় শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ ৩, যেখানে নিবন্ধন করেছেন ৭৪১ জন ভোটার। এরপর নোয়াখালী ৩-এর ৪০৫ জন, নোয়াখালী ১-এর ৩৯৮ জন, মুন্সিগঞ্জ ৩-এর ৩৯৬ জন, ফেনী ৩-এর ৩৬৩ জন, এবং চট্টগ্রাম ১৬-এর ৩১৬ জন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান পাঁচ দিন করে প্রতিটি অঞ্চলে নিবন্ধনের সময় বরাদ্দ করা হয়েছে যাতে বিশ্বের সব অঞ্চল থেকে প্রবাসীরা অংশ নিতে পারেন।

এদিকে দেশে অবস্থানকারী তিন ধরনের ভোটার যেমন কর্মস্থলভিত্তিক দায়িত্বে থাকা সদস্যরা, গুরুতর অসুস্থ, এবং দীর্ঘমেয়াদে কর্ম–সংশ্লিষ্ট কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলকারী ব্যক্তিরাও ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট নিবন্ধনের আওতায় আসবেন। একই সময়ে বাদ পড়া প্রবাসীদের জন্যও পুনরায় নিবন্ধনের সুযোগ থাকবে।

-রাফসান


মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতের কাছে ফের চিঠি পাঠাল ঢাকা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৩ ২০:২১:২৪
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতের কাছে ফের চিঠি পাঠাল ঢাকা

চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত পরশু শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

এর আগেও ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির জবাব এখনো আসেনি। তবে তিনি পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন এখন তো পরিস্থিতি আরেক রকম। এখন শাস্তি দেওয়া হয়েছে। তাদের বা ভারতের সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাই তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা আবারও চিঠি দিয়েছি।

উল্লেখ্য গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। সেই মামলার রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই রায়ের পরই মূলত তাঁদের ফিরিয়ে আনার কূটনৈতিক তৎপরতা জোরদার করল ঢাকা।


ঘন ঘন ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই এবার সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৩ ১৭:৫৮:৫১
ঘন ঘন ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই এবার সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে যা আগামীকাল সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। গত দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঘূর্ণিঝড়ের এই নতুন খবর জনমনে বাড়তি শঙ্কা তৈরি করেছে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভাইরোনমেন্ট অ্যান্ড সাস্টেনিবিলিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। আজ ২৩ নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ করে তিনি বলেন আগামী ২৬ বা ২৭ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ গভীর নিম্নচাপ ও সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে এ বিষয়ে সব আবহাওয়া পূর্বাভাস মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণে শক্তিশালী হবে ও কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে এই বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। তবে বর্তমান বিশ্লেষণ অনুযায়ী ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে এটি উপকূলে আঘাত হানতে পারে। গবেষক পলাশ আশা প্রকাশ করেন যে ২৬ নভেম্বর অধিক নিশ্চয়তা সহকারে জানা যাবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং ঠিক কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে।

কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়ে গবেষক জানান সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। শীতকালীন শাকসবজি চাষিরা সম্ভাব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তবে ২ ডিসেম্বর পর্যন্ত পুরো দেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রগামী জেলেদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে ডিসেম্বর মাসের ১ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরু করার আশঙ্কা রয়েছে। তাই ১ ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরা সব ট্রলারকে। ৩০ নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিষয়ক পূর্বাভাসে বলা হয়েছে ১ ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বিশেষ করে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে যা নৌপথে যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।


বড় ভূমিকম্প হলে তা মোকাবিলা নিয়ে শঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৩ ১৪:১৫:২৩
বড় ভূমিকম্প হলে তা মোকাবিলা নিয়ে শঙ্কার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

দেশে বড় আকারের ভূমিকম্প হলে তা মোকাবিলা করার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার ২৩ নভেম্বর সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই শঙ্কার কথা জানান।

ভূমিকম্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্য কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কি না তা তাঁর জানা নেই তবে বাংলাদেশে নেই। অনেক দেশে নাকি একটা অ্যাপ আছে যার মাধ্যমে দশ সেকেন্ড আগে সতর্কতা দেওয়া যায়। এমন একটা অ্যাপ খোলা যায় কি না সরকারও সেই চিন্তা করছে। তিনি আফটার শক বা ভূমিকম্প পরবর্তী কম্পন নিয়ে বলেন অনেকে বলে একটা ভূমিকম্প হওয়ার পরে এক দেড় ঘণ্টা পর আরেকটা হওয়ার শঙ্কা থাকে আবার এক দেড় ঘণ্টা পর সেই শঙ্কা কমে যায়। কিন্তু আমাদের দেশে তো একটা হওয়ার পর ছোট আকারে আরেকটা হয়েছে। আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ নই তাই পরবর্তীতে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলব। এছাড়া তিনি জলাশয় ভরাট করে ভবন নির্মাণের সমালোচনা করে বলেন এতে ঝুঁকি বেশি থাকে। ভূমিকম্প হলে লোকজন গিয়ে কোথাও দাঁড়াবে তেমন কোনো মাঠও নেই বলে ভবিষ্যতে এ বিষয়ে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এমন কোনো শঙ্কা নেই। তিনি দাবি করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে তবে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ মিছিল ও সভা সমিতির সংখ্যাও বেড়ে যাবে। তিনি বলেন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল যা পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে।

দেশে অপরাধের মাত্রা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এক নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্যের জবাবে উপদেষ্টা বলেন এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য আর সে কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলো সেটাও আমি জানি না। তিনি মন্তব্য করেন যে দেশে এখন সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে তা তাঁর জানা নেই।

সবশেষে মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি তুলে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন সাংবাদিকদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান ওই ব্যক্তি যে কাজটি করেছেন সেটা সাংবাদিক হিসেবে না বরং সেটা ছিল অন্য ধরনের কাজ।


ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ৫৬টি দেশের পক্ষ থেকে যে বড় বার্তা পেল নির্বাচন কমিশন

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৩ ১৪:০১:৪৮
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ৫৬টি দেশের পক্ষ থেকে যে বড় বার্তা পেল নির্বাচন কমিশন
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যেই এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে নির্বাচন কমিশন ও আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। তিনি বলেন আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি এবং তাঁরা আসবেন। আমরা আশা করি আমাদের এবারের যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ও পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক ইলেকশন হচ্ছে সেটার সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাব।

ইসি সচিব আরও উল্লেখ করেন যে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল স্পেসিফিক বা নির্দিষ্ট করে আমাদের বলেছেন ওনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টি দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। এছাড়া যুক্তরাজ্য আমাদের সহযোগিতা করছে শুনে তিনি খুশি হয়েছেন বলে জানান সচিব।

নির্বাচনের সময় দেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ইসি সচিব বলেন আমাদের ল অ্যান্ড অর্ডার বা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও তাঁরা জানতে চেয়েছিলেন। জবাবে আমরা বলেছি আমরা সারা দেশকে তিনটি ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিগুলোকে সামাল দেব। তিনি আরও জানান কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে এবং কমিশনের ওপর আস্থা ও আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করেছেন তিনি।


গ্যাসের দাম বাড়ছে আজ!

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২৩ ১০:৩৯:০৬
গ্যাসের দাম বাড়ছে আজ!
ছবি: সংগৃহীত

দেশের সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, আজ রবিবারই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। গ্যাসের দাম বাড়ানো হলে কৃষিখাত, সার উৎপাদন ব্যয় এবং সরকারের ভর্তুকি কাঠামোতে বড় ধরনের প্রভাব পড়বে।

এর আগে পেট্রোবাংলা এবং দেশের বিভিন্ন গ্যাস বিতরণ সংস্থা সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৪০ টাকা করার প্রস্তাব দেয়। গত ৬ অক্টোবর বিইআরসির আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম সমন্বয়ে “সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করতে হবে।” তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে কৃষিকে অগ্রাধিকার ও এলএনজি আমদানির বাস্তব খরচ বিবেচনার বিষয়টি।

? এলএনজি আমদানি বাড়ানোর প্রস্তাব

পেট্রোবাংলার প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী-

  • দাম বাড়ানো হলে ৭টি অতিরিক্ত কার্গো এলএনজি আমদানি করা হবে
  • অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সার কারখানায় ২৫০ মিলিয়ন ঘনফুট হারে পূর্ণ মাত্রায় সরবরাহ
  • এপ্রিল–মে: ১৬৫ মিলিয়ন ঘনফুট
  • জুন: ১৭৫ মিলিয়ন ঘনফুট
  • জুলাই–সেপ্টেম্বর: ১৩০ মিলিয়ন ঘনফুট

এই মাসভিত্তিক সরবরাহ কাঠামো বাস্তবায়নের জন্যই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৩৮ টাকা। কিন্তু বাজারে তা কৃষকদের কাছে বিক্রি হয় ২৭ টাকা, এবং বিসিআইসি ডিলারদের কাছে সরবরাহ করে ২৫ টাকায়। এতে প্রতি কেজিতে ১৩ টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

সার উৎপাদন ব্যয় বাড়লেও দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য সার মূল্য কম রেখেছে সরকার। কিন্তু এলএনজি আমদানির বাড়তি খরচ, বৈশ্বিক বাজারে জ্বালানি দামের অস্থিরতা এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যয়ের কারণে ভর্তুকির পরিমাণও দ্রুত বাড়ছে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, দাম বাড়ানোর সিদ্ধান্তে কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সার উৎপাদনে গ্যাসের দাম সরাসরি প্রভাব ফেলে, ফলে কোনো পরিবর্তনই কৃষক, উৎপাদক এবং সরকারের ওপর বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে।

অর্থনীতিবিদদের মতে, এলএনজি আমদানির খরচ বাড়লেও সার শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। অন্যদিকে, অতিরিক্ত দাম কৃষি উৎপাদন ব্যয় ও খাদ্য নিরাপত্তায় চাপ সৃষ্টি করতে পারে। ফলে আজকের গ্যাস মূল্য ঘোষণা একটি নীতি–নির্ধারণী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


ভূমিকম্পের পর আগামী ৭২ ঘণ্টাকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২২ ২১:২২:৫৪
ভূমিকম্পের পর আগামী ৭২ ঘণ্টাকে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা
ছবিঃ সংগৃহীত

গতকালের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার আরও দুবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন সকালে ৩ দশমিক ৩ মাত্রা এবং সন্ধ্যায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। আজকের এই কম্পনগুলোকে আফটার শক হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বা বিএমডির পরিচালক চলতি দায়িত্ব মো. মমিনুল ইসলাম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান মাটির দুর্বল গঠনের কারণেই গতকালের ভূমিকম্পে কম্পন বা ঝাঁকুনি বেশি সময় ধরে অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর পরবর্তী ৭২ ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে মো. মমিনুল ইসলাম বলেন গতকাল যে ৫ দশমিক ৭ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হলো সেটার পরে আজকের দুটি ঘটনা মূলত আফটার শক। সাধারণত আফটার শকে আগের মাত্রার চেয়ে অন্তত ১ পয়েন্ট কম মাত্রা হয় তাই ৭২ ঘণ্টার মধ্যে এমন আফটার শক ঘটতে পারে। এ সময় আতঙ্কিত না হয়ে শকের সময় নিরাপদে থাকাটা জরুরি বলে তিনি মত দেন।

রিখটার স্কেলে গতকালের ভূমিকম্পের মাত্রা ৬ এর নিচে থাকলেও এর স্থায়িত্ব ও তীব্রতা বেশি অনুভূত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন গতকাল মাত্রা ৬ এর নিচে হলেও ওয়েভ বা কম্পন বেশি সময় স্থায়ী এবং ঝাঁকি বেশি হওয়ার প্রধান কারণ হলো আমাদের এই অঞ্চলের মাটির গঠন কিছুটা দুর্বল। অপেক্ষাকৃত মাটির গঠন দুর্বল হলে শক বেশিক্ষণ স্থায়ী হয়।

তিন দফায় এই কম্পনগুলো বাংলাদেশকে পুনরায় ভূমিকম্পের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে তিনি পরামর্শ দেন যে আমাদের এই অঞ্চল ভূমিকম্পের অধিক ঝুঁকিপূর্ণ তাই ভবন নির্মাণে অধিক সচেতন হতে হবে ও বিল্ডিং কোড মেনে চলতে হবে। পাশাপাশি তিনি খোলা মাঠ ও পার্ক সংরক্ষণ করার এবং ভবন সংলগ্ন রাস্তাগুলোকে সুপ্রশস্থ করার ওপর জোর দেন।


কম্পন থামলেও কাটছে না আতঙ্ক বরং প্রাণ বাঁচাতে গিয়েই নতুন বিপদে শিক্ষার্থীরা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২২ ২০:৫১:৪১
কম্পন থামলেও কাটছে না আতঙ্ক বরং প্রাণ বাঁচাতে গিয়েই নতুন বিপদে শিক্ষার্থীরা
ছবিঃ সংগৃহীত

দেশে গত ৩৬ ঘণ্টায় তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার ২২ নভেম্বর সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শামসুন্নাহার হলের তিনজন কুয়েত মৈত্রী হলের একজন বেগম রোকেয়া হলের একজন এবং মাস্টারদা সূর্যসেন হলের একজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনই ছাত্রী।

শামসুন্নাহার হলের ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ধারণা করা হচ্ছে তাঁর পা ভেঙে যেতে পারে। শামসুন্নাহার হলে আহত অন্য দুইজনকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কুয়েত মৈত্রী হলের একজন শিক্ষার্থীও সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন। বেগম রোকেয়া হলের একজন শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েছেন এবং তাঁকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী মামুনুর রশিদ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে হাতে ব্যথা পেয়েছেন। এদিন সন্ধ্যায় মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয় তবে তা ছিল হালকা মাত্রার। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে মাত্র ৩ মাইল দূরে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর আগে শনিবার সকালেও ৩ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি ছিল নরসিংদীতে।

উল্লেখযোগ্য যে এর আগে শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। গতকালও ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা ভবন থেকে লাফ দিয়ে মোট তিনজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীও লাফ দিয়ে পা ভেঙেছেন। ওই ঘটনায় তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হন কমপক্ষে ছয় শতাধিক মানুষ। এছাড়া ঢাকার কিছু ভবনে ফাটল এবং হেলে পড়ার ঘটনাও ঘটেছে।


সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা ও উপকূল অতিক্রমের সম্ভাব্য সময় নিয়ে নতুন তথ্য

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ নভেম্বর ২২ ১৯:০৩:২৮
সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা ও উপকূল অতিক্রমের সম্ভাব্য সময় নিয়ে নতুন তথ্য
ছবিঃ সংগৃহীত

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা নিয়ে ব্রেকিং নিউজ দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার ২২ নভেম্বর নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি বিস্তারিত পোস্ট দিয়ে তিনি দেশবাসীকে এই আগাম সতর্কবার্তা জানান।

ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন ২২ নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুসারে আগামী ২৫ বা ২৬ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণ পাশে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ গভীর নিম্নচাপ ও সর্বশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সর্বশেষ আবহাওয়া মডেল বিশ্লেষণ করে তিনি জানান সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত করার আশঙ্কা করা যাচ্ছে। এই আঘাত হানার সম্ভাব্য সময় আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের কারণে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়ে তিনি লিখেছেন ডিসেম্বরের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এছাড়া শীতকালীন শাকসবজি চাষিরা সম্ভাব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্যও তিনি পরামর্শ দিয়েছেন। তবে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত পুরো দেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

সমুদ্রগামী জেলেদের সতর্ক করে এই আবহাওয়াবিদ লিখেছেন নভেম্বরের ২৮ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরু করার আশঙ্কা করা যাচ্ছে। তাই ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। একই সঙ্গে ২৯ নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্যও তিনি জেলেদের সতর্ক করেছেন।

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ প্রসঙ্গে তিনি পর্যটকদের সতর্ক করে লিখেছেন ২৮ নভেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বিশেষ করে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। ফলে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে এই সময়ে পর্যটন সম্পর্কিত ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়তে হলে রাষ্ট্রকে অবশ্যই তার সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা পুনরুদ্ধার করতে হবে

রাষ্ট্রের ধারণাটি একসময় কেবল প্রশাসনিক ক্ষমতা, আইনের শাসন এবং নিরাপত্তা প্রদানের সঙ্গে সম্পর্কিত ছিল। কিন্তু আধুনিক বিশ্বে রাষ্ট্রের ভূমিকা এখন... বিস্তারিত