ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুলিশ যা করছে

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২১ ১৭:৫৭:৩৬
ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুলিশ যা করছে

রাজধানীর নতুনবাজার মোড়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীদের পূর্বঘোষিত আন্দোলন কেন্দ্র করে শনিবার (২১ জুন) সকাল থেকে এক দফা উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি শান্ত রাখতে বলপ্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপের চেষ্টা চলছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাংশ শিক্ষার্থী নতুনবাজার মোড়ে অবস্থান নেন। শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে এবং অন্যান্য একাডেমিক দাবিতে তারা সড়ক অবরোধ করেন, ফলে বাড্ডা-কুড়িল রোডে যান চলাচলে বিঘ্ন ঘটে।

প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সংখ্যা ছিল ৩০ থেকে ৪০ জনের মতো। আন্দোলনের শুরুতেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেন। তাদের অনুরোধ করা হয় যেন সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে এবং আন্দোলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকে।

তবে বারবার অনুরোধ সত্ত্বেও শিক্ষার্থীরা রাস্তা না ছাড়ায় সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। যদিও এতে বড় কোনো সংঘর্ষ বা বলপ্রয়োগের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা পুনরায় সড়কে অবস্থান নেন এবং আন্দোলন অব্যাহত রাখেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, পুরো পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ সংযম দেখিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বলপ্রয়োগের পরিবর্তে আলোচনাকেই প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে।

তিনি বলেন, “সড়ক অবরোধে জনগণের ভোগান্তি কমাতে পুলিশ দায়িত্ব পালন করেছে। তবে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের প্রতিনিধি ও পুলিশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কেউ যেন অহেতুক গুজব বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকেন।

বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে অন্য পাশে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। পুলিশ জানায়, বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংকট ও শিক্ষার্থীদের ক্ষোভ একটি বড় সামাজিক বাস্তবতায় রূপ নিচ্ছে। শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা অত্যন্ত জরুরি। শক্তি নয়, সংলাপই এই সংকট নিরসনের প্রধান চাবিকাঠি হতে পারে।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ