নির্বাচন সামনে রেখে কোন পথে হাঁটছে সরকার? বললেন উপদেষ্টা ফরিদা আখতার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২১ ১৫:০৩:৪৫
নির্বাচন সামনে রেখে কোন পথে হাঁটছে সরকার? বললেন উপদেষ্টা ফরিদা আখতার

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমঝোতা ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার ও আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়েই একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—বার্ষিক গবেষণা পর্যালোচনা, অগ্রগতি এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন।

ফরিদা আখতার বলেন, “দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সরকার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে—এমনই পরিকল্পনা রয়েছে।”

মৎস্যখাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “স্বাদু পানির মাছ রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। কৃষিখাতের মতো মৎস্যখাতেও বিদ্যুৎ ব্যবহারে ভর্তুকি প্রদান নিয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে, যা মাছ চাষিদের দীর্ঘদিনের দাবি ছিল।”

তিনি আরও জানান, “মাছের রোগ প্রতিরোধে দেশে তৈরি হয়েছে অত্যাধুনিক ভ্যাকসিন—যা একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে ফসলের ক্ষেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষিত হয়ে মাছের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। বিশেষ করে হাওরের কৃষি জমিতে কীটনাশক ব্যবহার সীমিত রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

কর্মশালার আগে উপদেষ্টা ফরিদা আখতার পরিদর্শন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পুকুর, ব্রিডিং কার্যক্রম, মৎস্য মিউজিয়াম ও মুক্তা গবেষণা কেন্দ্র।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ মৎস্য গবেষণা ও সম্প্রসারণ খাতের বিশিষ্টজনেরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ