মিথিলার আলোচিত লুকের পেছনের গল্প জানেন? দেখে নিন বিস্তারিত

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২০ ২১:২৬:০২
মিথিলার আলোচিত লুকের পেছনের গল্প জানেন? দেখে নিন বিস্তারিত

দীর্ঘ দীঘল চুল, সাদা স্লিভলেস ব্লাউজ আর হলুদ শাড়িতে রাফিয়াত রশীদ মিথিলা যেন নিজেই এক অনন্ত সৌন্দর্যের ব্যাখ্যা। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ফের আলোচনায় আসেন তিনি—'দ্রৌপদীর শাড়ি' থিমে করা পুরনো এক ফটোশুটকে ঘিরে। যদিও ছবিগুলো তুলেছিলেন ২০২৪ সালে, কিছুদিন আগে তা ফের ভাইরাল হয় অনলাইনে।

মিথিলার এই ফটোশুটের অনুপ্রেরণা মহাভারতের দ্রৌপদী ও কবি বুদ্ধদেব বসুর ‘দ্রৌপদীর শাড়ি’ কবিতা। যেখানে রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য ঈশ্বরীয় হস্তক্ষেপে পরিণত হয় এক অন্তহীন শাড়ির পরতে। সে মিথিক্যাল ভাবনার আধুনিক রূপকেই রূপায়িত করেছেন মিথিলা তার ফটোফ্রেমে।

ছবিগুলোতে ফুটে উঠেছে একধরনের শুদ্ধ, আত্মবিশ্বাসী নারীত্বের প্রতিচ্ছবি। হাতে মোটা চুড়ি, শান্ত চোখের চাহনি, পরিশীলিত বাঙালিয়ানা—সব মিলিয়ে ছবিগুলোর মধ্যে রয়েছে এক তীব্র নান্দনিক আবেদন।

ছবিগুলো ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।অনামিকা মুখার্জি লিখেছেন, “মিথিলা দারুণ সুন্দর, আর ভীষণ আবেদনময়ী।”জনি আলম বলেন, “অনেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ্ তায়ালা আপনাকে।”তানিয়া আক্তারের ভাষায়, “অসম্ভব সুন্দর।”তবে সমালোচনাও রয়েছে, বিশেষ করে পোশাক ও ফটোশুটের কনসেপ্ট নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য ঘুরছে সামাজিক মাধ্যমে। ফলে সৃষ্টি হয়েছে প্রশংসা ও সমালোচনার দ্বিমুখী প্রতিক্রিয়া, যা সোশ্যাল প্ল্যাটফর্মে একটি আলোচ্য ইস্যুতে পরিণত হয়েছে।

মডেল ও অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও মিথিলার পরিচয় বহুমাত্রিক। তিনি শিক্ষাবিদ, গবেষক, উন্নয়নকর্মী, গীতিকার ও লেখক। শিশু বিকাশ ও শিক্ষাকে ঘিরে তার কাজ আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত। পাশাপাশি শিশুদের জন্যও বই লিখেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। বাংলাদেশ, কলকাতা এবং আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত প্রয়োজনে নিয়মিত ছুটে চলেছেন।

তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’ মুক্তি পায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি। এতে মিথিলার বিপরীতে ছিলেন এফ এস নাঈম। ছবিতে আরও অভিনয় করেন মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম ও শাহেদ আলী। সিনেমাটি পরিচালনা করেন অরুণ চৌধুরী।

মিথিলার এই দৃষ্টিনন্দন রূপান্তর ও সাহসী ফটোচিত্রনির্ভর উপস্থাপন বাংলা বিনোদনাঙ্গনে একধরনের নান্দনিক প্রতিবাদ এবং নারীর স্বাধীন প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ