অনলাইন প্ল্যাটফর্মচরকিকে বাচসাসের তীব্র প্রতিবাদ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২০ ২০:০০:১২
অনলাইন প্ল্যাটফর্মচরকিকে বাচসাসের তীব্র প্রতিবাদ

বিনোদন সাংবাদিকদের সাথে অশোভন আচরণের অভিযোগে প্রযোজনা প্রতিষ্ঠান ‘চরকি’-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রযোজিত চলচ্চিত্র ‘উৎসব’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করে, যেখানে বিনোদন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও তাদের জন্য হলরুমে কোনো আসন সংরক্ষিত ছিল না। এ ঘটনায় সাংবাদিকরা অপমানবোধ করে ফিরে আসতে বাধ্য হন।

ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ জুন) বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল যৌথভাবে একটি বিবৃতি দেন, যেখানে ‘চরকি’-র এমন আচরণকে ‘ন্যাক্কারজনক, ধিক্কারযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত’ বলে আখ্যা দেওয়া হয়।

বাচসাসের বিবৃতিতে বলা হয়—

“চলচ্চিত্র সাংবাদিকরা দেশীয় চলচ্চিত্রের অগ্রগতি, উন্নয়ন ও প্রসারে প্রথম থেকেই নিরলস ভূমিকা রেখে আসছেন। সাংবাদিকরা শুধুই খবর প্রচার করেন না, তারা সংস্কৃতির ধারক ও বাহক। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, কিছু নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক ও অসম্মানজনক আচরণ করছেন, যা স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করছে।”

বাচসাস আরও বলে—

“সাংস্কৃতিক অঙ্গনে নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিক—সবাই একে অপরের পরিপূরক। এই সম্পর্ককে সম্মান না দেখিয়ে সাংবাদিকদের অবহেলা করা মানে পুরো শিল্পকেই ছোট করা। আমরা চাই, এই ধরনের অপমানজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক।”

প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে যে, চরকি ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করবে এবং সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত অবস্থানকে সম্মান জানাবে।

এ ঘটনায় এখনও চরকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে বিপরীত প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ