জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন! কি বললেন জামায়াতের ডা. তাহের?

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২০ ১৯:৩৬:১০
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন! কি বললেন জামায়াতের ডা. তাহের?

শুক্রবার (২০ জুন) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,

“জামায়াতে ইসলামী শুরু থেকেই বলে আসছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। আমাদের মতে, ডিসেম্বরেই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। তারপর যে কয়মাস সময় থাকবে, তার মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব।”

এ সময় তিনি জানান, জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিছু বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে দ্বিমত রয়ে গেছে। তবে একমতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।

ডা. তাহের বলেন,

“বর্তমানে প্রেসিডেন্ট সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। এতে সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধি প্রেসিডেন্ট হিসেবে আসেন এবং নিরপেক্ষতার প্রশ্ন থেকে যায়। তাই আমরা প্রস্তাব করেছি—সংসদ সদস্য, জেলা পরিষদ সদস্য, পৌর মেয়র, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে একটি ইলেকটোরাল কলেজ গঠন করে প্রেসিডেন্ট নির্বাচন করা হোক। এতে একজন যোগ্য, সম্মানিত ও নিরপেক্ষ ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে।”

প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের সীমা প্রসঙ্গে তিনি বলেন,

“আমরা বলেছি, কোনো ব্যক্তি যেন টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। এ বিষয়ে বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। রোববার (আগামীকাল) থেকে এ প্রস্তাব নিয়ে আবার আলোচনা শুরু হবে।”

সংবিধান সংশোধন, অনাস্থা প্রস্তাব ও বাজেট ব্যতীত অন্য কোনো ইস্যুতে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তা গ্রহণযোগ্য হবে কি না—এ বিষয়েও জামায়াতের পক্ষ থেকে প্রস্তাব এসেছে এবং তা নিয়ে ঐকমত্য তৈরি হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনের সময়কাল প্রসঙ্গে ডা. তাহের বলেন,

“ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চেয়েছিলাম আমরা। এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাতেও আমাদের আপত্তি নেই। কারণ সেটিও প্রস্তাবিত সময়সীমার মধ্যেই পড়ে।”

বিএনপির সঙ্গে দলের সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন,

“বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। তারা তাদের দলীয় অবস্থান থেকে কথা বলছে, আমরাও বলছি আমাদের অবস্থান থেকে। সব রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে।”

তিনি আরও বলেন,

“লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় ঐক্যমতের প্রধান উপদেষ্টার বৈঠক খুব স্বাভাবিক একটি ঘটনা। প্রধান উপদেষ্টা তো সব দলের সঙ্গেই আলোচনা করেছেন।”

এই বক্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে নির্বাচনকালীন সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে প্রস্তাবিত সংস্কারের দিক থেকে।

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ