আসন্ন নির্বাচনের সময় নিয়ে যা বললেন রিজভী

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২০ ১৭:৪১:১৮
আসন্ন নির্বাচনের সময় নিয়ে যা বললেন রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং যৌক্তিক সময়েই অনুষ্ঠিত হবে, যেখানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। তিনি বলেন, “আমরা যে নির্বাচন চাই, তা এককভাবে বিএনপির দাবি নয় আরও অনেক রাজনৈতিক দল একই দাবি জানিয়ে এসেছে। সেই আলোকেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।”

শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ শ্রমিকদল নেতা আবু তাহের (তাহের ঠাকুর)-এর বাসায় গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রিজভী তাহের ঠাকুরের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন এবং দলীয়ভাবে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

রিজভী বলেন, “বহু বছর ধরে দেশের জনগণ গণতন্ত্রবিরোধী দুঃশাসনের শিকার। ১৬ বছরের বেশি সময় ধরে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের বহু নেতা-কর্মী গুম, মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদের অন্ধকার অধ্যায় আজও পুরোপুরি শেষ হয়নি। তবে আমরা ধীরে ধীরে গণতন্ত্রের পথে হাঁটছি, সৌধ নির্মাণ এখনো চলছে, ষড়যন্ত্র এখনো অব্যাহত।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ এখন পলাতক ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছে এবং তাকে পুনর্বাসনের জন্য ভারতের নীতিনির্ধারক মহল নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পরই পাশ্ববর্তী দেশের পক্ষ থেকে রাজনৈতিক হস্তক্ষেপ ও চক্রান্ত শুরু হয়েছে, যা দেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি হুমকিস্বরূপ।”

বিগত দেড় যুগ ধরে সরকারদলীয় নেতৃত্বের বিরুদ্ধে নির্যাতন, দমন-পীড়ন এবং দুর্নীতির অভিযোগ পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, “এই সরকার দুর্নীতির টাকা লুট করে দুবাই, কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সুখী জীবন কাটাচ্ছে, আর মিডিয়া কন্ট্রোল করে মিথ্যাচার ছড়িয়ে বিরোধী রাজনীতিকে দমন করছে। আমরা নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি।”

বিএনপির শ্রমিকদল নেতা তাহের ঠাকুর সম্পর্কে তিনি বলেন, “লোহার কাজ করে সংসার চালালেও তিনি কখনো দলের প্রতি আনুগত্য হারাননি। তিন যুগেরও বেশি সময় ধরে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। আজ তিনি অসুস্থ ও মানবেতর জীবনযাপন করছেন এমন সংবাদ আমাদের নেতা তারেক রহমানের নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশনা দেন তাকে দেখে যেতে, সহায়তা দিতে।”

রিজভী আরও বলেন, “আমি জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছি যেন তারা এই ত্যাগী নেতার খোঁজ-খবর নিয়মিত নেয় এবং সব ধরনের সহায়তা দেয়। আপনার পাশে আমরা সবাই আছি, এবং থাকব।”

এ সময় তাহের ঠাকুরের পাশে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, তাহের ঠাকুরের সন্তান ও চাটমোহর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রবিউল করিম গোলাম, এবং এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতা আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, তাহের ঠাকুর চাটমোহর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংগঠনিক নিষ্ঠা ও দলের প্রতি আজীবন আনুগত্যের কারণে তিনি তৃণমূলের কর্মীদের কাছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মানবেতর জীবনযাপন করছেন। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে তারেক রহমান ব্যক্তিগতভাবে খোঁজ নেন এবং সহায়তার নির্দেশ দেন।

এই সফর এবং রিজভীর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বিএনপি এখন শুধুমাত্র আন্দোলনের কথা বলছে না, বরং তৃণমূলের নেতৃত্ব, ত্যাগী কর্মীদের পাশে দাঁড়ানো এবং সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছে।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ