ঝড়ো হাওয়ার আশঙ্কায় ১৮ জেলার নদীবন্দরে সতর্ক সংকেত

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৯ ১২:০৭:৫২
ঝড়ো হাওয়ার আশঙ্কায় ১৮ জেলার নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য বিশেষ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

যেসব অঞ্চল ঝুঁকিতে রয়েছেআবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে দেশের নিম্নোক্ত অঞ্চলগুলোতে:

ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, সিলেট।

উক্ত অঞ্চলগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে নদীপথে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা ও পরামর্শআবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে নদী পথে চলাচলরত ছোট নৌযান ও ট্রলারগুলোকে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে তাদেরকে নদী পারাপার ও চলাচল স্থগিত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ নাগরিকদের জন্য পরামর্শ:

বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা

নদীপথে চলাচলের আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে নেওয়া

স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ