কুপ্রস্তাব প্রত্যাখ্যানে প্রতিশোধ: দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৮:২৪:০১
কুপ্রস্তাব প্রত্যাখ্যানে প্রতিশোধ: দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বিধবা নারীকে (৪৬) ঘরের দরজা ভেঙে ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই নারীর ঘরে রাতের আঁধারে জোরপূর্বক প্রবেশ করে এ বর্বরতা চালানো হয়।

বুধবার (১৮ জুন) সকালে লোহাগড়া থানায় ধর্ষণের মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। এর আগে সোমবার দিবাগত রাত (১৬ জুন) ২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জহির শেখ ওই ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণমামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির শেখ দীর্ঘদিন ধরে একা বসবাসকারী ওই বিধবা নারীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন ও কুপ্রস্তাব দিতেন। কিন্তু ভুক্তভোগী তার এসব অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে কিছু ‘সমাজপতি’ সালিশের মাধ্যমে ঘটনা ‘মীমাংসা’ করার চেষ্টা করেন। তবে বিষয়টি ধামাচাপা না পড়ে বরং আরও ছড়িয়ে পড়ায় অবশেষে ভুক্তভোগী আইনের আশ্রয় নেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের বক্তব্যলোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একজন বিধবা নারী থানায় উপস্থিত হয়ে জহির শেখ নামে একজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

এদিকে, এলাকাবাসীর অনেকেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ