রৌমারীতে সরকারি কর্মকর্তাকে মারধর জামায়াত নেতার

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৭:৩০:৩৩
রৌমারীতে সরকারি কর্মকর্তাকে মারধর জামায়াত নেতার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনার পরদিন, প্রকাশ্যে হাত মিলিয়ে ক্ষমা চাইলেন মারধরে অভিযুক্ত স্থানীয় জামায়াত নেতা আনোয়ার হোসেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে আনুষ্ঠানিক এই 'ক্ষমা প্রদর্শন' অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা, যার মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক আমির মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, এবং আরও কয়েকজন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা।

ঘটনার পেছনের প্রেক্ষাপট: ভাতা সংক্রান্ত কাগজ নিয়ে উত্তেজনা

ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুনের অবসরকালীন ভাতা সংক্রান্ত নথিপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে যান জামায়াতের একটি প্রতিনিধিদল। এই দলে ছিলেন কাদের মোল্লা আতুয়ারার স্বামী এবং একজন জামায়াত কর্মী সহ দলের আমির ও সাবেক আমির।

নথি যাচাইয়ের একপর্যায়ে বিতর্ক শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত বাক্যবিনিময়ে রূপ নেয়। সেই উত্তেজনার মধ্যেই জামায়াত নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন কর্মকর্তার ওপর শারীরিকভাবে চড়াও হন বলে অভিযোগ ওঠে। মারধরের শিকার হন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান। ঘটনার সময় তাঁকে বাঁচাতে গেলে আহত হন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া।

ঘটনার পরদিনই অভিযুক্ত আনোয়ার হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি হাত ধরে হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, যার একটি ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এই ‘ক্ষমা চাওয়াকে’ আন্তরিকতা নয়, বরং প্রশাসনিক চাপ থেকে বেরিয়ে আসার কৌশল বলে ব্যাখ্যা করছেন।

স্থানীয়দের মতে, এমন ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। সরকারি কর্মকর্তার উপর রাজনৈতিক দলের নেতাকর্মীদের চড়াও হওয়া দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার এমন ঘটনা ঘটছে।

প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এ ধরনের আচরণ শুধু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি অসম্মান নয়, বরং সরকারি কাজে হস্তক্ষেপ ও প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি, যা জনমনে আরও প্রশ্ন তুলছে দলীয় পরিচয়ের কারণে কি আইনের প্রয়োগ ভিন্নভাবে হচ্ছে?

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ