আমরা আওয়ামী লীগ হব না: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৫:২৫:২৬
আমরা আওয়ামী লীগ হব না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ভোটকেন্দ্রে কারচুপি ও আইন ভঙ্গের পথ অনুসরণ করবে না; বরং জনগণের অধিকার সম্মান করে বিনয়ের মাধ্যমে ভোট চাইবে। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি ও ভোটাধিকার হরণের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, যা বিএনপি কখনো করবে না।

বুধবার (১৮ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় বিএনপির সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের শাসনামলে ভোটকেন্দ্রে কেউ ভোট দিতে পারেনি; ভোট আগে থেকেই ঠিক হয়ে যেত। আমরা এমন অবস্থা চাই না। আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই, যেন সবাই তার ভোটাধিকার ব্যবহার করতে পারে।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই মনোভাব পোষণ করেন। তিনি বলেন, “মানুষকে শাসন করে বা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট পেতে চাই না; বিনয়ের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভোট অর্জন করাই আমাদের লক্ষ্য।”

ফখরুল বিএনপি নেতৃত্বাধীন বিরোধী পক্ষের একটি বড় অভিযোগ তুলে ধরেন যে, গত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে তুলেছে। নির্বাচন ব্যবস্থারও ধ্বংসসৃজনে তারা ভূমিকা রেখেছে এবং প্রশাসনকে রাজনৈতিক দল হিসেবে রূপান্তরিত করেছে। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের শাসনামল থেকে শিক্ষা নিয়ে এমন কোনো পথ গ্রহণ করব না, যেখানে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হয়।”

এছাড়া, তিনি লন্ডনে অনুষ্ঠিত বিএনপি ও জাতীয় ঐক্য কমিটির বৈঠককে ঐতিহাসিক উল্লেখ করে তারেক রহমানের বিচক্ষণতা ও বাংলাদেশের স্বার্থে নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি বলেন, “তারেক রহমান দেশকে বিপদ থেকে রক্ষা করার জন্য দায়িত্বশীলতা প্রদর্শন করেছেন। আমরা তাকে এবং ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই।”

জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামের অনুপস্থিতির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, অনেকের মন এখনো ভালো নেই, তাই তারা অংশগ্রহণ করেনি।

তিনি নিজের বয়স এবং দলের নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বলেন, “আমাদের বয়স বেড়েছে, তাই তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। তরুণদের সুযোগ করে দিতে হবে এবং নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতাও থাকা উচিত।”

সদস্য নবায়ন কার্যক্রমে সতর্ক করে ফখরুল বলেন, “এই কার্যক্রমে যেন কোনো আওয়ামী লীগ কর্মী স্থান না পায়। কারণ তারা দলীয় স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ দেখতে পারে না। তবে যারা নিরপেক্ষ তাদের অংশগ্রহণে আমরা স্বাগত জানাব।”

অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশীদ খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. মোস্তফা জামান।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ