লন্ডন বৈঠকে ‘গাত্রদাহ’, তাই সংলাপে অনুপস্থিত: ফখরুলের খোঁচা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১৪:৪৪:৩৮
লন্ডন বৈঠকে ‘গাত্রদাহ’, তাই সংলাপে অনুপস্থিত: ফখরুলের খোঁচা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনে অনুষ্ঠিত বৈঠক একটি দলের অপছন্দ হয়েছে। এ কারণেই তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ না দিয়ে অনুপস্থিত থেকেছে।

বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরা এলাকায় বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “লন্ডনে দুই রাষ্ট্রনায়ক একত্রিত হয়ে শান্তিপূর্ণ নির্বাচনের সম্ভাবনার পথ খুলে দিয়েছেন। অথচ সেটিই কেউ কেউ মেনে নিতে পারেনি। এটাই আসলে তাদের গাত্রদাহের কারণ। কারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় ফিরে আসবে এটিই তাদের ভয়।”

তিনি আরও বলেন, “যারা নিজেদের গুরুত্ব হারানোর ভয়ে নির্বাচন চায় না, তারাই আজ ঐক্যের নামে সংলাপ বর্জন করছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থেকেছে। তাদের অনুপস্থিতির মূল কারণই হলো এই আশঙ্কা নির্বাচন হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

তারেক রহমান ও ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ফখরুল বলেন, “দুই নেতা কোনো ধরনের সংঘর্ষে না গিয়ে, বিভক্তির রাজনীতির উর্ধ্বে থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথ খুঁজছেন। এটাই একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য।”

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “আমরা পরিবর্তনের জন্য লড়ছি। আমাদের উদ্দেশ্য একটি সুশাসন প্রতিষ্ঠা করা, কোনো চাঁদাবাজি-দখলবাজি নয়। যারা জোর করে অধিকার কেড়ে নেয়, তারা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের মতো হয়ে যায়। আমাদের উচিত হবে এই অপসংস্কৃতি থেকে দূরে থাকা।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণের ইচ্ছাই চূড়ান্ত হবে, দলীয় দমন-পীড়নের নয়। আওয়ামী লীগের অতীতের মতো দুঃশাসন আর চাই না। সামনে পরিবর্তনের সময় আসছে, তার জন্য প্রস্তুত থাকতে হবে।”

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ