সন্ত্রাসে জড়িত ব্যক্তি-সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে নতুন অধ্যাদেশ জারি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ০২:২৮:৫২
সন্ত্রাসে জড়িত ব্যক্তি-সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে নতুন অধ্যাদেশ জারি

সত্য নিউজ:অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে, যার মাধ্যমে সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট বিধান যুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত রোববার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের পরই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অধ্যাদেশটিতে স্বাক্ষর করেন।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তাদের সকল কার্যক্রম—যেমন মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন, প্রচারপত্র, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা—নিষিদ্ধ করা যাবে। এছাড়া, ঐ সত্তার পক্ষে বা সমর্থনে প্রকাশিত যেকোনো বিবৃতি বা প্রচারও নিষিদ্ধ ঘোষণার আওতায় পড়বে।

বর্তমান আইনে সন্ত্রাসী ব্যক্তি বা সংগঠনকে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা গেলেও, তাদের কার্যক্রম নিষিদ্ধের কোনো নির্দিষ্ট বিধান ছিল না। নতুন সংশোধনে এই ফাঁকটি পূরণ করে আইনটিকে আরও কার্যকর করা হয়েছে। আইনে ‘সত্তা’ বলতে আইনি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান, গোষ্ঠী, সমবায়, অংশীদারি প্রতিষ্ঠানসহ যেকোনো সংগঠনকে বোঝানো হয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পথে

অধ্যাদেশ জারির পর সরকারের পক্ষ থেকে যে কোনো সময় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। গত শনিবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম—including সাইবার স্পেস—নিষিদ্ধ থাকবে, যাতে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

ডিজিটাল মাধ্যমেও কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির পর, দলটির ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে। প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিটিআরসির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে চিঠি দিয়ে এসব ব্লক করার অনুরোধ জানানো হবে।

দল নিষিদ্ধের আইনগত ভিত্তি জোরদার

একই সঙ্গে সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। ট্রাইব্যুনাল প্রমাণ পেলে, সংশ্লিষ্ট দলের কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল, লাইসেন্স স্থগিত এবং সম্পত্তি জব্দ করার ক্ষমতা রাখবে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, সংশোধিত এই আইন আন্তর্জাতিক মান অনুযায়ী সংগঠন ও ব্যক্তিকে বিচারের আওতায় আনার সুযোগ করে দেবে, যা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের কাজ চলমান রয়েছে। জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে (জুন মাসের মধ্যেই) এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ