খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা আজ সন্ধ্যায়

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৮ ১১:৪৪:১১
খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা আজ সন্ধ্যায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নিয়মিত চিকিৎসা তত্ত্বাবধানের অংশ হিসেবে আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন। তার ব্যক্তিগত চিকিৎসক দলের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য পরীক্ষাগুলো সম্পন্ন হবে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টায় গুলশানের চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। সেখানে কিছু রুটিন পরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করা হবে।

দীর্ঘদিন ধরেই জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। তার লিভার, কিডনি, ডায়াবেটিসসহ একাধিক ক্রনিক রোগ রয়েছে, যেগুলোর নিয়মিত তদারকি ও আধুনিক চিকিৎসা অত্যন্ত জরুরি। তার চিকিৎসকরা বেশ কয়েকবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও আইনি জটিলতার কারণে এখন পর্যন্ত তা সম্ভব হয়নি।

চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয়তা ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আগেই তার চিকিৎসা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও বিশেষজ্ঞদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে বারবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। বর্তমান সফরটিও তার শারীরিক স্থিতি পর্যবেক্ষণ ও পূর্ববর্তী চিকিৎসা পরিকল্পনার পর্যালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ