রূপগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ গার্মেন্টসকর্মী

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ১৭ ২২:০৩:০৭
রূপগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ গার্মেন্টসকর্মী

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনায় এক গার্মেন্টসকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এই সহিংসতা ঘটে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম সুমন মিয়া। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ভুলতা ডিকেএমসি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত সোমবার রাত ৯টার দিকে। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা রকি ইসলাম ও যুবদল নেতা আরিফ হোসেনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে রকি ইসলাম নিজ মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ নামক ফার্মেসিতে গিয়ে অবস্থান নেন।

রাত সাড়ে ১০টার দিকে আরিফ হোসেনের অনুসারীরা ওই ফার্মেসিতে হামলা চালায়। এসময় রকির সমর্থকেরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি সহিংস রূপ নেয়। দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এরই একপর্যায়ে ফার্মেসিতে ওষুধ কিনতে আসা নিরীহ গার্মেন্টসকর্মী সুমন মিয়া গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষের সময় ফার্মেসি ও আশপাশের দোকানপাটে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকান বন্ধ করে নিরাপদে সরে যান।

ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ