আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু: গোসল করার সময় ঘটে দুর্ঘটনা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১১ ২২:০৭:৩০
আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু: গোসল করার সময় ঘটে দুর্ঘটনা

সত্য নিউজ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে বজ্রপাতে সাজু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া ওই গ্রামের তজম আলী মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় সাজু মিয়া বাড়ির পাশের একটি ড্রেনে জমিতে পানি দেওয়ার সময় গোসল করছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. রব মিয়া জানান, বজ্রপাতের শিকার হয়ে সাজু গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই তার মৃত্যু ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে যুবক সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

সাজুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাজু মিয়া একজন পরিশ্রমী ও ভদ্র যুবক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও গ্রামবাসী গভীরভাবে শোকাহত।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ